PMI

১১ মাসে সর্বনিম্ন! নামতে নামতে ৫৮-এ পৌঁছোল পরিষেবা ক্ষেত্রের সূচক

কল-কারখানায় উৎপাদনের পিএমআই-ও নভেম্বরের ৫৬.৬ থেকে ডিসেম্বরে হয়েছে ৫৫। যা দু’বছরেসর্বনিম্ন। নতুন বরাত কমা এর অন্যতম কারণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪০
Share:

—প্রতীকী চিত্র।

গত বছরের বেশ কিছুটা সময় ধরে দেশের পরিষেবা ক্ষেত্রের কর্মকাণ্ডে জোয়ার এসেছিল। কিন্তু বছর শেষ হল শ্লথ গতিতে। মঙ্গলবার এইচএসবিসি এবং এসঅ্যান্ডপি গ্লোবালের তৈরি ভারতে পরিষেবা ব্যবসায় কর্মকাণ্ডের গতি নির্ধারণকারী সূচক (পিএমআই) তুলে ধরল, ডিসেম্বরে এই ক্ষেত্রের বৃদ্ধি হয়েছে বটে। সূচকটি দাঁড়িয়ে রয়েছে ৫৮-এ। তবে গত ১১ মাসে তা সর্বনিম্ন। নভেম্বরে ছিল ৫৯.৮। সমীক্ষায় দাবি,নতুন ব্যবসার গতি কমাই এর কারণ। ফলে পরিষেবায় কাজের সুযোগও তৈরি হয়েছে কম। কেউ কেউ লোক ছেঁটেছে। উল্লেখ্য, পিএমআই ৫০-এর উপরে থাকার অর্থ নির্দিষ্ট ক্ষেত্রটির বৃদ্ধি। কম হওয়া মানে সঙ্কোচন।

কল-কারখানায় উৎপাদনের পিএমআই-ও নভেম্বরের ৫৬.৬ থেকে ডিসেম্বরে হয়েছে ৫৫। যা দু’বছরেসর্বনিম্ন। নতুন বরাত কমা এর অন্যতম কারণ। এতে কিছু ক্ষেত্রে কাঁচামালের চাহিদাও মাথা নামিয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাজ প্রায় তৈরি হয়নি। বরং কমেছে। ফলে উৎপাদন ও পরিষেবা মিলে সামগ্রিক উৎপাদন সূচকও নভেম্বরের ৫৯.৭ থেকে হয়েছে ৫৭.৮।

উপদেষ্টা সংস্থার মতে, ডিসেম্বরে দেশে-বিদেশে ভারতীয় পরিষেবার ভাল চাহিদা ছিল। কাঁচামালের দাম ও পরিষেবার খরচ সে ভাবে বাড়েনি। এই অবস্থা বহাল থাকলে তা সংস্থাগুলিকে আর্থিক ভাবে চাঙ্গা রাখবে। তারা আগামী দিনে ভাল ব্যবসার আশা করলেও, কর্মকাণ্ড সম্পর্কে আস্থা সূচক নেমেছে তিন বছরের তলানিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন