মার্কিন হোটেল হাতে রাখতে আরও দু’মাস সহারাকে

ধারের টাকা ফেরত পাওয়ার জন্য আমেরিকায় সহারা গোষ্ঠীর দু’টি হোটেলের নিলাম আপাতত দু’মাস পিছিয়ে দিল ঋণদাতা রুবেন ব্রাদার্স। শোনা যাচ্ছিল এপ্রিলেই নিলামে উঠতে পারে নিউ ইয়র্ক প্লাজা এবং ড্রিম নিউ ইয়র্ক হোটেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০২:২৪
Share:

ধারের টাকা ফেরত পাওয়ার জন্য আমেরিকায় সহারা গোষ্ঠীর দু’টি হোটেলের নিলাম আপাতত দু’মাস পিছিয়ে দিল ঋণদাতা রুবেন ব্রাদার্স। শোনা যাচ্ছিল এপ্রিলেই নিলামে উঠতে পারে নিউ ইয়র্ক প্লাজা এবং ড্রিম নিউ ইয়র্ক হোটেল। যা বন্ধক রেখে রুবেন ব্রাদার্সের থেকে টাকা নিয়ে ব্যাঙ্ক অব চায়নার ধার শোধ করেছিল সহারা গোষ্ঠী। না-হলে তখন লন্ডনের গ্রসভেনর হোটেলটিও হাতছাড়া হত তাদের। এখন সেই ৯০ কোটি ডলারের ধার (প্রায় ৫,৫০০ কোটি টাকা) শোধ করতেই বাড়তি দু’মাস সময় পেল সুব্রত রায়ের সংস্থা।

Advertisement

প্রথমে তাদের এ জন্য এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল রুবেন ব্রাদার্স। কিন্তু এখন তা বাড়িয়ে জুন পর্যন্ত করেছে তারা। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি দু’পক্ষই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement