Business News

অ্যামাজন, ফ্লিপকার্টকেও টেক্কা দেবে রিলায়্যান্স-জিও?

সেই সম্প্রসারণের ক্ষেত্রে রিলায়্যান্স সঙ্গে নেবে জিও-র টেলিকম সার্ভিস, জিও-র মোবাইলকে। সঙ্গে থাকবে জিও-র নিজস্ব নেটওয়ার্কও।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৪:০২
Share:

শিল্পপতি মুকেশ অম্বানী। -ফাইল ছবি।

অ্যামাজন আর ওয়ালমার্টের ফ্লিপকার্টের সঙ্গে জোর টক্কর দিতে তাদের অনলাইন শপিং প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণ ঘটাতে চলেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজ। তা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত দিয়ে। সেখানকার ১২ লক্ষ ছোট পাইকারি ব্যবসায়ী (স্মল রিটেলার) ও ছোট ছোট দোকানেও এ বার পৌঁছে দেওয়া হবে ওই প্ল্যাটফর্ম।

Advertisement

সেই সম্প্রসারণের ক্ষেত্রে রিলায়্যান্স সঙ্গে নেবে জিও-র টেলিকম সার্ভিস, জিও-র মোবাইলকে। সঙ্গে থাকবে জিও-র নিজস্ব নেটওয়ার্কও।

রিলায়্যান্সের চেয়ারম্যান মুকেশ অম্বানী শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, ‘‘এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ছোট পাইকারি ব্যবসায়ী ও দোকানদারদের উপকৃত হবেন।’’

Advertisement

আরও পড়ুূন- এ বার ‘লার্জ স্ক্রিন স্মার্ট ফোন’ বাজারে আনতে চলেছে রিলায়েন্স জিও?​

আরও পড়ুূন- ‘ভাইব্র্যান্ট গুজরাতে’ নেই অনিল!​

অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে চলা জিও-র গ্রাহকের সংখ্যা ইতিমধ্যেই ২৮ কোটিতে পৌঁছেছে। যার সঙ্গে দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে রিলায়্যান্সের রিটেল ব্যবসা। এই মুহূর্তে দেশের সাড়ে ৬ হাজার শহরে যে আউটলেটের সংখ্যা খুব বেশি হলে ১০ হাজার। রিলায়্যান্স রিটেলের শীর্ষ স্তরের কর্তা ভি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য তাঁরা জিও-র অ্যাপকে কাজে লাগাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন