Iran-Israel Conflict

কথা ছিল ইরান যাওয়ার, বন্দরেই আটকে এক লক্ষ টন বাসমতী চাল

সংগঠনের সভাপতি সতীশ গয়ালের দাবি, ভারত থেকে যতটা বাসমতী রফতানি হয়, তার ১৮%-২০% যায় ইরানে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৯:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

কথা ছিল ইরানে রফতানি হবে। সে জন্য বন্দর পর্যন্ত আনাও হয়েছিল। কিন্তু ইজ়রায়েল-ইরান সংঘর্ষে পশ্চিম এশিয়া নতুন করে তেতে ওঠায় সেখানেই পড়ে প্রায় এক লক্ষ টন বাসমতী চাল। সোমবার এই সমস্যার কথা জানিয়েছে চাল রফতানিকারীদের সংগঠন অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি সতীশ গয়ালের দাবি, ভারত থেকে যতটা বাসমতী রফতানি হয়, তার ১৮%-২০% যায় ইরানে। সৌদি আরবের পরে সেটিই এ দেশের দ্বিতীয় বৃহত্তম বাসমতী চালের বাজার। কিন্তু যুদ্ধের কারণে সেখানে পণ্য বয়ে নিয়ে যেতে জাহাজ বা তার জন্য বিমার সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে এক লক্ষ টন বাসমতী পড়ে গুজরাতের কান্দলা ও মুন্দ্রা বন্দরে। তাঁর আক্ষেপ, জাহাজে বিদেশে পণ্য পাঠানোর জন্য যে বিমা প্রকল্প রয়েছে, তাতে আন্তর্জাতিক সংঘর্ষে ক্ষতির ক্ষেত্রে বিমা মেলে না।

সতীশের দাবি, জাহাজে পণ্য পাঠানোয় দেরি হওয়া ও দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা রফতানিকারী সংস্থাগুলিকে সঙ্কটে ফেলতে পারে। বিশেষত দেশে যেহেতু এই চালের দাম ইতিমধ্যেই কেজিতে ৪-৫ টাকা করে কমেছে। সমস্যা নিয়ে আলোচনা করতে ৩০ জুন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে তাঁদের বৈঠক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন