সুদ বাড়াল মার্কিন শীর্ষ ব্যাঙ্ক

ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেন। বুধবার সেই পথেই হাঁটলেন তিনি। ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর কথা ঘোষণা করলেন দু’দিনের বৈঠক শেষে।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০৩:২১
Share:

ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেন। বুধবার সেই পথেই হাঁটলেন তিনি। ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর কথা ঘোষণা করলেন দু’দিনের বৈঠক শেষে।

Advertisement

কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ড বেড়েছে। তার জেরে মূল্যবৃদ্ধিও ফেড রিজার্ভের বেঁধে দেওয়া ২ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে এগিয়েছে। সেই কারণেই ফেড রিজার্ভ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। গত তিন মাসে এই নিয়ে দু’বার সুদ বাড়াল আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্পের জমানায় সুদ আরও দ্রুত বাড়বে কি না, সে ব্যাপারে মন্তব্য করেনি তারা।

ভারতের বাজার এ দিন আমেরিকায় সুদ বাড়ার সম্ভাবনায় কিছুটা সাবধানীই ছিল। নিফ্‌টি রেকর্ড উচ্চতা থেকে সামান্য কমে বন্ধ হয় ৯,০৮৪.৮০ পয়েন্টে। সেনসেক্স ৪৪.৫২ পয়েন্ট কমে থামে ২৯,৩৯৮.১১ অঙ্কে। তবে ফেডের সিদ্ধান্ত ভারতীয় সময় মাঝরাতে জানা যায়। তাই বাজারে তার প্রভাব পড়ার কথা বৃহস্পতিবার। খুচরো ও পাইকারি মূল্যবৃদ্ধি বাড়ার খবরেও দুশ্চিন্তা বাড়ে ভারতের লগ্নিকারীদের।

Advertisement

তবে ডলারে টাকার দাম আরও ১৩ পয়সা বেড়ে যায়। দিনের শেষে ডলার থামে ৬৫.৬৯ টাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement