স্পেকট্রাম নির্দেশিকা

টেলি সংস্থাগুলির হাতে থাকা বাড়তি স্পেকট্রাম অন্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নির্দেশিকা প্রায় চূড়ান্ত করল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় টেলিকম সচিব রাকেশ গর্গ জানান, অনুমোদনের জন্য সেটি টেলিকম মন্ত্রকে গিয়েছে। সোমবার তা প্রকাশিত হবে। তাঁর দাবি, এই বিধি টেলি সংস্থাগুলির নেটওয়ার্কে ভিড় কমাতে সাহায্য করবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৭
Share:

টেলি সংস্থাগুলির হাতে থাকা বাড়তি স্পেকট্রাম অন্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নির্দেশিকা প্রায় চূড়ান্ত করল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় টেলিকম সচিব রাকেশ গর্গ জানান, অনুমোদনের জন্য সেটি টেলিকম মন্ত্রকে গিয়েছে। সোমবার তা প্রকাশিত হবে। তাঁর দাবি, এই বিধি টেলি সংস্থাগুলির নেটওয়ার্কে ভিড় কমাতে সাহায্য করবে। পাশাপাশি বাড়তি স্পেকট্রাম বিক্রির আইনি বিষয়টিও প্রকাশিত হবে এ মাসের শেষে। গর্গ বলেন, ‘‘কেন্দ্র চায় মোবাইলে কল কাটার সমস্যা মেটাতে সংস্থাগুলি বাড়তি স্পেকট্রাম কাজে লাগাক।’’ এ দিকে, কল ড্রপ নিয়ে ১ অক্টোবর সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় ডেকেছে ট্রাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement