কল কাটা নিয়ে সংস্থার দাবিতে আপত্তি ট্রাইয়ের

কথা বলতে বলতে কল কাটার (কল-ড্রপ) সমস্যার ক্ষতিপূরণ দিতে সংস্থাগুলির বছরে ৫৪ হাজার কোটি টাকারও (দিনে ১৫০ কোটি) বেশি খরচ হবে বলে দাবি করেছিল টেলিকম শিল্প। বৃহস্পতিবার তাদের সেই দাবি খারিজ করে দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০১:১২
Share:

কথা বলতে বলতে কল কাটার (কল-ড্রপ) সমস্যার ক্ষতিপূরণ দিতে সংস্থাগুলির বছরে ৫৪ হাজার কোটি টাকারও (দিনে ১৫০ কোটি) বেশি খরচ হবে বলে দাবি করেছিল টেলিকম শিল্প। বৃহস্পতিবার তাদের সেই দাবি খারিজ করে দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। তারা জানিয়েছে, শিল্পের দাবি ভিত্তিহীন এবং বাড়িয়ে দেখানো। ট্রাইয়ের দাবি, প্রতি গ্রাহককে দিনে সর্বোচ্চ তিন বার এক টাকা করে ক্ষতিপূরণ দিলে সেই অঙ্কটা ত্রৈমাসিকে ২০০ কোটি টাকার বেশি হবে না, কম হতে পারে। যা সংস্থাগুলির মোট আয়ের ১ শতাংশেরও কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement