Zohran Mamdani

ঈশান খট্টরের জায়গায় অভিনয় করার কথা ছিল জ়োহরান মামদানির! নিউ ইয়র্কের মেয়রকে নিয়ে বড় তথ্য

‘আ স্যুটেব্‌ল বয়’ ছবিতে মীরা চেয়েছিলেন প্রধান চরিত্রে জ়োহরানই অভিনয় করুক। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হয়নি ৬৮ বছরের পরিচালকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩
Share:

ঈশান খট্টরের জায়গায় জ়োহরানের অভিনয় করার কথা ছিল। ছবি: সংগৃহীত।

অভিনেতা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন তিনি নিউ ইয়র্কের মেয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক মীরা নায়ার জানিয়েছেন, তাঁর ছবিতেই নাকি অভিনয় করার কথা ছিল পুত্র জ়োহরান মামদানির।

Advertisement

২০০১ সালে মুক্তি পেয়েছিল মীরার ছবি ‘মনসুন ওয়েডিং’। সেই সময় থেকেই তিনি ভেবেছিলেন, তাঁর আসন্ন ছবিতে পুত্র জ়োহরানকে রাখবেন। ছেলের অভিনয় নিয়ে বেশ আত্মবিশ্বাসীও ছিলেন তিনি। তাই ‘আ স্যুটেব্‌ল বয়’ ছবিতে চেয়েছিলেন প্রধান চরিত্রে জ়োহরানই অভিনয় করুক। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হয়নি ৬৮ বছরের পরিচালকের। সেই জায়গায় ২০২০-র ওই ছবিতে অভিনয় করেছিলেন ঈশান খট্টর।

‘মনসুন ওয়েডিং’-এর সময়েই ছেলের অভিনয়দক্ষতার কথা জানতে পেরেছিলেন মীরা। পরিচালক বলেছেন, “ও এই ছবির সঙ্গে খুবই জড়িয়েছিল। ‘মনসুন ওয়েডিং’-এর কর্মশালা চলাকালীনও আমরা কাউকে খুঁজে পাইনি, যিনি একই সঙ্গে নাচতে ও গাইতে পারেন। সেই সঙ্গে অভিনয়টাও পারেন। সেই কর্মশালায় জ়োহরানই পিকে দুবে-র চরিত্রে অভিনয় করেছিল।”

Advertisement

ওই ছবির ওয়ার্কশপ নিয়ে নাকি খুবই উচ্ছ্বসিত ছিলেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র। ওয়ার্কশপে পিকে দুবের চরিত্রে অভিনয় করার জন্য বিশেষ ধরনের চুল কাটিয়েছিলেন তিনি এবং পলকা ডট ছাপের শার্ট পরেছিলেন। তবে বড় হওয়ার পরে অভিনয় থেকে আগ্রহ চলে যায় জ়োহরানের। ‘আ স্যুটেব্‌ল বয়’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। মীরা বলেছিলেন, “ও অভিনেতা হিসাবে খুবই উদাসীন। অভিনয় করতেই চায়নি। আমাকে সেটা মেনে নিতে হয়। তবে আমি কৃতজ্ঞ, কারণ ও বুঝতে পেরেছিল, ও অভিনয় করতে চায় না।” অভিনেতা না হলেও, মানুষকে আনন্দে রাখতে যা যা গুণ দরকার, তার সবটাই ছেলের মধ্যে আছে বলে মনে করেন মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement