2025 Highlights

কেউ দীর্ঘ জল্পনায় চুপ থেকেছেন, কেউ প্রকাশ করেছেন নাম! ২০২৫-এ মা-বাবা হলেন কোন বলি তারকারা?

২০২৫-ও বলিউডের বহু তারকার জন্য নতুন ভাবে ধরা দিল। মা ও বাবা হিসাবে পথচলা শুরু করলেন বলিউডের বহু তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৭
Share:

কার কার কোলে এল সন্তান? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রতি বছরই যেন এক-একটা নতুন অধ্যায়! ২০২৫-ও বলিউডের বহু তারকার জন্য নতুন ভাবে ধরা দিল। মা ও বাবা হিসাবে পথচলা শুরু করলেন বলিউডের বহু তারকা। কেউ দীর্ঘ জল্পনার পরে জন্ম দিলেন সন্তানের, অনেকেই সন্তানের জন্ম দিলেও তার মুখ সামনে আনলেন না। ২০২৫-এ কাদের জীবনে এমন অধ্যায় শুরু হল?

Advertisement

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র: ‘শেরশাহ’ ছবি থেকে দু’জনের প্রেম শুরু। তাঁদের জুটির অনুরাগীও অসংখ্য। রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন ২০২৩ সালে। তার ঠিক দুই বছরের মাথাতেই সুখবর ভাগ করে নেন তারকাদম্পতি। ২০২৫ সালের জুলাই মাসে কিয়ারা ও সিদ্ধার্থের ঘরে আসে কন্যাসন্তান।

সিদ্ধার্থ ও কিয়ারার সন্তান। ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল: দীর্ঘ এক বছর ধরে জল্পনা ছিল, কবে মা হবেন ক্যাটরিনা! বেশ কয়েক বছর তিনি অভিনয় থেকেও দূরে। অবশেষে চলতি বছরে সুখবর দেন তাঁরা। গত ৭ নভেম্বর তাঁদের ঘরে আসে এক পুত্রসন্তান।

Advertisement

ভিকি-ক্যাটের সন্তান আগমনের ঘোষণা। ছবি: সংগৃহীত।

আথিয়া শেট্টী ও কেএল রাহুল: আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিট্যালস যে দিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিল, সে দিনই সুখবর দিয়েছিলেন কেএল রাহুল। সন্তান আসার কথা ২০২৪-এই ঘোষণা করেছিলেন রাহুল। চলতি বছর ২৪ মার্চ আথিয়া ও রাহুলের ঘরে আসে এক কন্যাসন্তান।

মেয়ে কোলে রাহুল ও আথিয়া। ছবি: সংগৃহীত।

পরিণীতি চোপড়া ও রাঘব চড্ঢা: গত ১৯ অক্টোবর মা হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের আগমন হয় অভিনেত্রী ও রাজনীতিবিদের সংসারে। পুত্রের ছোট্ট গোলাপি পায়ের ছবিও তাঁরা ভাগ করে নেন। ছোট্ট সদস্যের নাম রেখেছেন নীর।

ছেলের সঙ্গে রাঘব-পরিণীতি। ছবি: সংগৃহীত।

আরবাজ় খান ও সুরা খান: দ্বিতীয় স্ত্রী সুরা খানের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছিল বহু দিনই। অবশেষে চলতি বছর অক্টোবর মাসে কন্যাসন্তানের জন্ম দেন সুরা। তবে সন্তানের মুখ এখনও প্রকাশ করেননি তাঁরা।

কন্যাসন্তান আসে আরবাজ়-সুরার কোলে। ছবি: সংগৃহীত।

এমি জ্যাকসন ও এড ওয়েস্টউইক: চলতি বছরের ২৪ মার্চ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। দ্বিতীয় বার মা হন তিনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই এমি আর এড যৌথ ভাবে খুশির খবর ছড়িয়ে দেন। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকেই গর্ভধারণের প্রতিটি ধাপের অভিজ্ঞতা অভিনেত্রী ভাগ করে নিচ্ছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। এমি তাঁর পুত্রসন্তানের নাম রেখেছেন অস্কার।

চলতি বছরে দ্বিতীয় বার মা হয়েছেন এমি। ছবি: সংগৃহীত।

পত্রলেখা ও রাজকুমার রাও: চতুর্থ বিবাহবার্ষিকীতে সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সে কথা উল্লেখ করে রাজকুমার বার্তায় লেখেন, “আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন। আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।”

বিবাহবার্ষিকীতে সুখবর ভাগ করে নেন রাজকুমার-পত্রলেখা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement