চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসলেন কোন অভিনেত্রীরা? ছবি: আনন্দবাজার ডট কম গ্রাফিক।
চলতি বছরে টলিউডের অভিনেত্রীদের মধ্যে একমাত্র তনুশ্রী চক্রবর্তী বিয়ে করেছেন। একেবারে চুপিচুপি। বিয়ে করে ছবি দিয়ে সুসংবাদটি দিয়েছেন। খানিকটা একই কায়দায় বিয়ের খবর দেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। এ বছর দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী হিনা খান।
তনুশ্রী চক্রবর্তী
২৮ নভেম্বর লাস ভেগাসে বিয়ে সারেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পাত্র সুজিত বসু আইটি ইঞ্জিনিয়ার। আটলান্টায় থাকেন। ২৮ বছর ধরে প্রবাসী। চেনাজানা অনেক দিনের। তবে প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। যদিও বিয়ের পরে অভিনেত্রী জানান, ভালাবাসার বয়স কম হলেও গভীরতা নাকি অনেক! বেশ কিছু দিন ধরেই বিয়ের চিন্তাভাবনা চলছিল তাঁর। বিয়ের আগে হবু বরের সঙ্গে ঘুরতেও গিয়েছিলেন সে দেশে। সেখানে ঘুরতে গিয়ে সটান বিয়েটাই করে বসেন অভিনেত্রী। আপাতত আমেরিকায় আছেন তনুশ্রী। চলতি বছর তনুশ্রীর অভিনীত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় পুরস্কার পেয়েছে।
তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসু। ছবি: সংগৃহীত।
সমান্থা রুথ প্রভু
সমান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। ছবি: সংগৃহীত।
একেবারে বছরশেষে বিয়ে করলেন সমান্থা রুথ প্রভু। ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করলেন তিনি। ঠিক এক বছর আগে, ৪ ডিসেম্বর সমান্থার প্রাক্তন স্বামী নাগ চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। তাঁদের বিয়ের বছরপূর্তির তিন দিন আগে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সমান্থা। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ। ২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সমান্থার। এর পরে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি। হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে রাজ-সমান্থার। আয়োজনে ছিল না কোনও আড়ম্বর। একেবারেই ছিমছাম বিয়ে। বিয়েতে উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি।
হিনা খান
চলতি বছর জুনে দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী হিনা খান। আগে থেকে ঢাকঢোল পিটিয়ে নয়। একেবারে আড়ম্বরহীন ভাবেই বিয়ে করেন হিনা। নিজের সাজসজ্জার জন্য বরাবর চর্চায় থাকেন অভিনেত্রী। তাঁর বিয়ের সাজও ভাইরাল হয়। তাঁর হাতের মেহেন্দির নকশা থেকে শাড়ির ডিজাইন, সবই প্রশংসিত হয়েছে। গত বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন হিনা। চুল কেটে ফেলতে হয়, কেমোথেরাপি চলে দীর্ঘদিন। এমন কঠিন সময়ে সারা ক্ষণ তিনি পাশে পেয়েছেন প্রেমিক রকিকে।
হিনা খান ও রকি জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
অবিকা গৌর
পাঁচ বছরের প্রেম। প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে বিয়ে সারলেন অবিকা গোর। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ অবিকা। খুব অল্প বয়স থেকে ক্যামেরার সামনে। বিয়েও করলেন ক্যামেরার সামনে। ‘পতি পত্নী ও পঙ্গা’ রিয়্যালিটি শোয়ের মঞ্চে ৩০ সেপ্টেম্বর বিয়ে সারেন অবিকা ও মিলিন্দ।
অবিকা গৌর ও মিলিন্দ চন্দওয়ানী । ছবি: সংগৃহীত।
প্রিয়া বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী স্মিতা পাটিলের পুত্রবধূ হলেন বাঙালি কন্যে প্রিয়া বন্দ্যোপাধ্যায়। প্রতীম ডি গুপ্তের ‘চালচিত্র’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। এ ছাড়াও বেশ কিছু বাংলা ছবিতে ছোটখাটো চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। চলতি বছর প্রেম দিবসে বাড়িতেই ছিমছাম ভাবে বিয়ে সারেন প্রতীক বব্বর ও প্রিয়া। যদিও বিয়েতে বাবা রাজ বব্বরকে নিমন্ত্রণ জানাননি প্রতীক। সেই নিয়ে অবশ্য বিস্তর বিতর্ক হয়।
প্রিয়া বন্দ্যোপাধ্যায় ও প্রতীক বব্বর। ছবি: সংগৃহীত।