অভিন্ন স্পেকট্রাম খরচের পক্ষে সওয়াল ট্রাইয়ের

স্পেকট্রাম ব্যবহারের খরচ (এসইউসি) স্থির করার পদ্ধতি আরও সরল করার পক্ষে সওয়াল করল ট্রাই। সে ক্ষেত্রে অভিন্ন হারের সুপারিশ করেছে তারা। টেলিকম দফতরের (ডট) প্রস্তাবিত ব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৩:১২
Share:

স্পেকট্রাম ব্যবহারের খরচ (এসইউসি) স্থির করার পদ্ধতি আরও সরল করার পক্ষে সওয়াল করল ট্রাই। সে ক্ষেত্রে অভিন্ন হারের সুপারিশ করেছে তারা। টেলিকম দফতরের (ডট) প্রস্তাবিত ব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক। এর ফলে কেন্দ্রের রাজস্ব ক্ষতি হতে পারে বলেও তাদের মত।

Advertisement

ট্রাইয়ের সুপারিশ, এই খরচ স্থির করার জন্য কোন সংস্থার হাতে কতটা স্পেকট্রাম রয়েছে, তা একমাত্র মাপকাঠি হতে পারে না। তাদের যুক্তি, কোনও সংস্থার হাতে কোনও ব্যান্ডের স্পেকট্রাম কম থাকলেও, তা থেকে তুলনায় বেশি আয় করতে পারে তারা। সে ক্ষেত্রে প্রস্তাবিত ব্যবস্থায় রাজস্ব হারাবে সরকার। এসইউসি স্থির করতে ওই নির্দিষ্ট ব্যান্ড থেকে সংস্থার আয় এবং তা হাতে পেতে নিলামে তারা কত টাকা দিয়েছে— এই সব কিছুই ডট-কে বিবেচনায় রাখতে বলেছে তারা। প্রসঙ্গত, ডটের দাবি ছিল, অনেক ক্ষেত্রেই একই ব্যান্ডের স্পেকট্রাম থ্রিজি বা ফোরজি পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাই আলাদা করে প্রতি ব্যান্ড থেকে সংস্থার আয় স্থির করা সম্ভব নয়।

উল্লেখ্য, গত মাসেই চলতি বছরে স্পেকট্রাম নিলামে সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সাতটি ব্যান্ড-এর স্পেকট্রামের নিলামে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর থেকে রাজকোষে প্রায় ৫.৬৬ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। এই নিলামের আগে এসইউসি ঠিক করার নতুন পদ্ধতি ট্রাইকে দিয়ে পরীক্ষা করাতে নির্দেশ দিয়েছিল টেলিকম মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement