Self Help Group

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ

বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বণিকসভা মার্চেন্টস চেম্বারের এক অনুষ্ঠানে এ কথা জানিয়ে দাবি করেন, গোটা রাজ্য থেকে সফল গোষ্ঠীগুলিকে বাছা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৮:৫২
Share:

পণ্যকে কী করে সহজেই বাজার ধরিয়ে বিক্রি করা যায়, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। —প্রতীকী চিত্র।

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি পণ্য যাতে বাজারে বিক্রি করা সহজ হয়, সেই লক্ষ্যে এগিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা। রাজ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ইতিমধ্যেই ২৫০-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী আইআইএম থেকে প্রশিক্ষণ নিয়েছে। বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বণিকসভা মার্চেন্টস চেম্বারের এক অনুষ্ঠানে এ কথা জানিয়ে দাবি করেন, গোটা রাজ্য থেকে সফল গোষ্ঠীগুলিকে বাছা হচ্ছে। তার পরে তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে। মন্ত্রীর কথায়, ‘‘এই স্বনির্ভর গোষ্ঠীগুলির বহু পণ্য মনোগ্রাহী। সেই সব পণ্যকে কী করে সহজেই বাজার ধরিয়ে বিক্রি করা যায়, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন