Auspicious Dreams

ঘুমের মধ্যে দেখা দেয় সিংহ? কখনও সে পায়ের কাছে বসে আদর খায়, কখনও আবার রক্ষা করে? উদ্ভট এই স্বপ্নের অর্থ কী?

জ্যোতিষশাস্ত্রে স্বপ্নের নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। শাস্ত্রমতে, আমাদের দেখা প্রত্যেক স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। কোনওটা আমাদের জীবনের সঙ্গে জড়িত, কিছু স্বপ্ন আবার আমাদের ভবিষ্যৎকে চেনায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্নের রকমফেরের শেষ নেই। ঘুমের মধ্যে স্বপ্নের দুনিয়ায় আমরা নানা জিনিসের দেখা পেয়ে থাকি যেগুলির বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। সেগুলির অর্থও আমরা বুঝে উঠতে পারি না। স্বপ্নে সেটা কেন দেখলাম সে সংক্রান্ত নানা সংশয় মনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। জ্যোতিষশাস্ত্রে স্বপ্নের নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। শাস্ত্রমতে, আমাদের দেখা প্রত্যেক স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। কোনওটা আমাদের জীবনের সঙ্গে জড়িত, কিছু স্বপ্ন আবার আমাদের ভবিষ্যৎকে চেনায়। স্বপ্ন যে সংক্রান্তই হোক না কেন, সেটির নেপথ্যে থাকা কারণ জানতে আগ্রহ প্রায় সকলেরই রয়েছে। বহু মানুষই ঘুমের ঘোরে জঙ্গলের রাজা, অর্থাৎ সিংহের স্বপ্ন দেখেন। পশুরাজ হঠাৎ স্বপ্নে উঁকি দিচ্ছে কেন, সেটি জানানো হল এই প্রতিবেদনে।

Advertisement

সিংহের স্বপ্ন দেখার অর্থ:

পোষ্য হিসাবে সিংহ: উদ্ভট ঠেকলেও অনেকেই স্বপ্নে সিংহকে নিজের পোষ্য হিসাবে দেখে থাকেন। অর্থাৎ, বাড়িতে থাকা মার্জার বা সারমেয় সন্তানটির মতোই বনের রাজা আপনার পায়ের কাছে গুটিসুটি মেরে বসে রয়েছে বা আপনার ঘরময় ঘুরে বেড়াচ্ছে। এর অর্থ হল আপনার অন্তরে থাকা নেতৃত্বদানের গুণগুলি ডানা মেলতে চাইছে। মনের সকল সংশয় দূর করে সেটি আপনাকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগ্রহ জোগাতে চাইছে। এই স্বপ্ন নিজের ক্ষমতাকে চেনার ইঙ্গিত দেয়।

Advertisement

সিংহ আপনাকে রক্ষা করছে: যদি স্বপ্নে সিংহকে নিজের রক্ষক হিসাবে দেখা থাকেন, তা হলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন। এর অর্থ স্বয়ং দৈবশক্তি সর্বদা আপনাকে নজরে রাখছেন ও যে কোনও বিপদ থেকে রক্ষা করছেন। এই স্বপ্ন দেখলে আপনার উদ্দেশ্যে বিশ্বসংসারে পাঠানো সঙ্কেতগুলি বোঝার চেষ্টা করুন।

সিংহ তাড়া করছে: সিংহের তাড়া খাওয়ার স্বপ্ন নিজের অন্তরে থাকা রাগ ও বিদ্বেষকে চিনতে শেখায় বলে মনে করা হয়। এই স্বপ্ন দেখলে রাগ নিয়ন্ত্রণে আনা জরুরি। সাধারণত কোনও বিষয় নিয়ে দ্বন্দ্বে থাকলে বা কারও সঙ্গে জেনেবুঝে খারাপ ব্যবহার করার পর অপরাধবোধে ভুগলে স্বপ্নে সিংহের তাড়া খেতে হয়।

বন্ধুত্বপূর্ণ সিংহ: স্বপ্নে সিংহকে আদর করতে দেখা বেশ মজার বিষয়। বাস্তবে এর অর্থও শুভ। স্বপ্নে সিংহকে আদর করতে দেখার অর্থ বাস্তব জীবনে আপনার এমন কোনও ক্ষমতাবান মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, যিনি আপনাকে জীবনের নানা বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করতে পারবেন।

শান্ত সিংহ: স্বপ্নে সিংহকে নিজের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখাও অত্যন্ত শুভ। এর অর্থ আপনি এত দিন ধরে করে আসা সকল পরিশ্রমের ফল এ বার পাবেন। নিজের জীবনকে ইচ্ছামতো বাঁকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ভবিষ্যৎ তৈরির ক্ষমতা আপনার হাতেই থাকবে এবং তাতে আপনি জয়ী হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement