Astro Tips

নতুন বছর আসার আগেই জীবন থেকে বিদায় করুন পুরনো নজরদোষ, হেঁশেলের দুই জিনিসই ভেঙে দেবে শত্রুর কলকাঠি

আমাদের আশপাশের কিছু মানুষ যেমন আমাদের ভাল চান, তেমনই এমনও মানুষ রয়েছেন যাঁরা অপরের খারাপেই শান্তি পান। এ সকল মানুষের খারাপ নজরের প্রভাবে জীবন তছনছ হতে বেশি সময় লাগে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৫
Share:

—প্রতীকী ছবি।

আমরা সকলেই চাই আমাদের জীবন যেন খুব সুন্দর ভাবে চলে, সেখানে যেন না থাকে মানুষের হিংসার নজর, না থাকে কোনও সমস্যা। কিন্তু আমাদের এই চাওয়া হয়তো সব সময় ঠিকমতো পূরণ হয় না। আমাদের আশপাশের কিছু মানুষ যেমন আমাদের ভাল চান, তেমনই এমনও মানুষ রয়েছেন যাঁরা অপরের খারাপেই শান্তি পান। এই সকল মানুষের খারাপ নজরের প্রভাবে জীবন তছনছ হতে বেশি সময় লাগে না।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে, মানুষের কুনজর আমাদের উপর খুব খারাপ প্রভাব ফেলে। এর ফলে আমাদের জীবনে দেখা দেয় নানা সমস্যা। কাজকর্মে বাধা, উন্নতিতে বাধা, পারিবারিক অশান্তি, সন্তাদের নিয়ে সমস্যা, দাম্পত্যকলহ প্রভৃতি নানা ঝঞ্ঝাট সৃষ্টি হতে দেখা যায়। কাজকর্মে বাধা আসলে পেশাক্ষেত্রে অগ্রগতি আটকে যায়। নতুন বছরে প্রবেশ করার আগে তাই বাড়ি ও জীবন থেকে নজরদোষ কাটানো প্রয়োজন। জ্যোতিষমতে, বিশেষ একটা টোটকা রয়েছে যার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে।

টোটকা:

Advertisement

একটা পাতিলেবু নিয়ে দু’টুকরো করে নিন। এর পর বাড়িতে যে ক’টা ঘর রয়েছে বা যে ক’জন সদস্য রয়েছে, সেই ক’টা লবঙ্গ নিন। দু’ভাগ করা লেবুর এক ভাগে লবঙ্গগুলি ঢুকিয়ে সারা রাত ঘরে রেখে দিন। সদস্য বা ঘরসংখ্যা বেশি হলে বাকি অর্ধেক লেবুও ব্যবহার করা যেতে পারে। পরদিন সকালে গ্যাসের উপর অথবা যে কোনও আগুনে লবঙ্গসমেত লেবুটা পুড়িয়ে ফেলুন। তার পর ছাইটা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। যখন বাইরে ফেলবেন তখন ফিরে আসার সময় পিছন ঘুরে আর তাকাবেন না। দেখবেন জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে কেটে যাচ্ছে। নতুন বছরের শুরুটা খুব ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement