—প্রতীকী ছবি।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষার পরই শুরু হবে নতুন বছর ২০২৬। নতুন বছর মানেই নতুন চিন্তাধারা এবং নানা স্বপ্ন নিয়ে শুরু হবে পথচলা। প্রত্যেক বছরের মতোই এই বছরটা কিছু রাশির খুব ভাল কাটতে চলেছে, আর কিছু রাশির মন্দ কাটতে পারে। দিন যত এগোচ্ছে, নতুন বছর নিয়ে সকলের মনেই নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। প্রায় সকল মানুষই জানতে চান যে নতুন বছরটা তাঁর কেমন কাটবে। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। সেই মতে ২০২৬-এ কোন কোন রাশির ভাগ্যের দরজা খুলতে চলেছে দেখে নিন।
কোন কোন রাশির ২০২৬ সাল খুব ভাল কাটবে?
মেষ: মেষ রাশির ব্যক্তিদের নতুন বছরটা খুবই ভাল কাটতে চলেছে। আর্থিক দিকটা খুব ভাল থাকবে। কর্মের জায়গায় পদোন্নতি হবে এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার দিকেও লাভজনক ফল পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবন খুবই সুখের হবে বলে মনে করা হচ্ছে।
বৃষ: নতুন বছর বৃষ রাশির জাতক-জাতিকাদের বেশ মঙ্গলজনক কাটতে চলেছে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। চাকরি যাঁরা করছেন, তাঁদের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসাদারদের দ্বিগুণ লাভের সম্ভাবনা রয়েছে। যে কোনও বিনিয়োগে ভাল ফল পেতে পারেন। খরচের হাত কমাতে পারলে সঞ্চয় নিশ্চিত।
মিথুন: ২০২৬ মিথুন রাশির ব্যক্তিদের কল্পনাতীত ভাল কাটবে। এই রাশির জাতক-জাতিকারা প্রায় সব কাজেই উন্নতি করতে পারবেন। ব্যবসায় আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মনের মতো চাকরি পেতে পারেন। জীবনে প্রেম আসতে পারে। তাঁকে দূরে সরাবেন না। পারিবারিক দিকেও সুখশান্তি থাকবে বলে মনে করা হচ্ছে। মানসিক চাপের হাত থেকে অনেকটা মুক্তি পাবেন।
সিংহ: এই বছর সিংহ রাশির ব্যক্তিদের সুখসমৃদ্ধি এবং সম্মান, দুটোই বৃদ্ধি পাবে। ব্যবসায় বেশ ভালই সাফল্য অর্জন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। নিজের উপর বিশ্বাস রেখে চললে যে কোনও কাজে অগ্রগতি দেখতে পাবেন। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে।
মকর: ২০২৬ মকর রাশির ব্যক্তিদের স্বপ্নের বছর হতে চলেছে। নতুন চাকরি পেতে পারেন এবং পুরনো চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসা বাড়ানোর কথা এই বছর ভাবতে পারেন। সংসারে সব সমস্যা মিটে গিয়ে সুখের দিন ফিরে পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা নতুন বছরে ভাগ্যের চমক দেখতে পাবেন। আয় প্রচুর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যেতে পারে। কর্মে বড় কোনও সুযোগ দেখতে পাবেন। ব্যবসায় নতুন কোনও পথ খুলতে পারে।