Birth Number Lucky in Love

ভালবাসায় ভাল থাকেন, মন দেওয়ার পরিবর্তে কখনও কষ্ট পেতে হয় না! তিন জন্মসংখ্যার ব্যক্তিরা হন সঙ্গীর নয়নের মণি

বর্তমান যুগে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়া দুর্লভ বললেও ভুল কিছু বলা হবে না। অনেকেই আজকাল ভালবেসে প্রতারণার শিকার হন। কিন্তু তিন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ভালবেসে কখনও কষ্ট পেতে হয় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০
Share:

—প্রতীকী ছবি।

ভালবাসার মতো সুন্দর অনুভূতি এ পৃথিবীতে খুব কমই রয়েছে। কাউকে মন দিয়ে ভালবেসে যেমন প্রশান্তি পাওয়া যায়, তেমনই ভাল লাগে যখন কেউ আপনাকে নিজের সবটা দিয়ে ভালবাসেন। তবে বর্তমান যুগে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়া দুর্লভ বললেও ভুল কিছু বলা হবে না। অনেকেই আজকাল ভালবেসে প্রতারণার শিকার হন। কিন্তু তিন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ভালবেসে কখনও কষ্ট পেতে হয় না। এঁরা ভালবেসে সুখেই থাকেন। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

Advertisement

কোন তিন জন্মসংখ্যার ব্যক্তিরা ভালবাসায় সুখে থাকেন?

২: ২ জন্মসংখ্যার ব্যক্তিরা ভালবাসায় সৌভাগ্যবান হন। এঁদের উপর চাঁদের প্রভাব থাকে। ফলত এঁরা একটু সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন। তবে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতেও জানেন। এঁরা যাঁকে এক বার ভালবাসেন, তাঁকে নিজের মনের সবটুকু জুড়ে আগলে রাখেন। বদলে দ্বিগুণ ভালবাসা ও যত্ন পান। কাউকে মন দিয়ে এঁদের সচরাচর কষ্ট পেতে হয় না।

Advertisement

৬: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৬, তাঁরাও প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হন। এঁদের উপর শুক্রের প্রভাব থাকে বলে মনে করা হয়। সেই কারণে এই সকল ব্যক্তির ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয়। তাই আশপাশের মানুষেরা সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তবে ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত নিপুণতার সঙ্গে নিজের জীবনসঙ্গীকে বাছাই করে নেন। সেই সঙ্গী তাঁদের মাথায় তুলে রাখেন।

৯: ৯ জন্মসংখ্যার ব্যক্তিদেরও প্রেমভাগ্য ভাল। দাম্পত্যজীবনে এঁরা অত্যন্ত সুখী হন। এই জন্মসংখ্যার ব্যক্তিদের উপর মঙ্গলের প্রভাব থাকে। তাই এঁরা একটু চট করে রেগে যান। কিন্তু সঙ্গী সে সব মানিয়ে নেন। সত্যি ভালবাসা পেলে এঁরাও নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে শিখে যান। ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা চট করে কারও প্রেমে পড়েন না, কিন্তু যখন পড়েন, তখন সেই মানুষটিকে নিজের কাছছাড়া করেন না। সেই প্রেমে এঁরা সুখেই থাকেন। কারণ সঙ্গীও এঁদের প্রতি প্রচণ্ড যত্নবান হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement