Self Aware Zodiac Signs

নিজের সমালোচনা নিজেই করেন, সঠিক ‘আমি’কে খুঁজে পাওয়ার তাগিদ তাড়িয়ে বেড়ায় তিন রাশির ব্যক্তিদের

তিন রাশির মানুষেরা নিজে কেমন সেই বিষয় নিয়ে অত্যন্ত সজাগ হন। নিজের ভাল দিকের যেমন প্রশংসা করেন, তেমনই খারাপ দিকগুলিও অস্বীকার করেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০২
Share:

—প্রতীকী ছবি।

নিজেকে চেনা সহজ বিষয় নয়। প্রায় সব মানুষের মধ্যেই নিজেকে নিয়ে একটা ধারণা থাকে। সেই ধারণার উপর ভিত্তি করে আমরা নিজেদের অপরের কাছে তুলে ধরি। কিন্তু জীবনের কোনও না কোনও পর্যায়ে গিয়ে অনেক ক্ষেত্রে সেই ধারণায় চিড় পড়তে দেখা যায়। কারণ আমরা সাধারণত নিজেদের ভাল দিকগুলিকেই নিজের সামনে তুলে ধরি। খারাপগুলো এড়িয়ে চলি। কিন্তু তিন রাশির মানুষেরা নিজে কেমন সেই বিষয় নিয়ে অত্যন্ত সজাগ হন। নিজের ভাল দিকের যেমন প্রশংসা করেন, তেমনই খারাপ দিকগুলিও অস্বীকার করেন না। সেই তালিকায় কারা রয়েছে জেনে নিন।

Advertisement

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা সব কাজে পারদর্শী হতে চান। এঁদের নিখুঁত জিনিসের প্রতি একটা আলাদাই ঝোঁক কাজ করে। সেই চাহিদা থেকে এঁরা নিজেদের খারাপ দিকগুলিকে চেয়েও এড়িয়ে চলতে পারেন না। অবশ্য কন্যা রাশির ব্যক্তিরা সেটা চানও না। এঁরা নিজের খারাপ দিক সম্বন্ধে অপরের সামনেও কুণ্ঠাবোধ করেন না। অন্যের থেকে পরামর্শ নিয়ে নিজেকে ভালর পথে নিয়ে আসার চেষ্টা করে চলেন। নিজের প্রতিটি পদক্ষেপকে এঁরা সর্বদা পর্যালোচনা করে চলেন।

বৃশ্চিক: ছোট থেকেই বৃশ্চিক রাশির মানুষেরা নিজেদের ভাল মানুষ হিসাবে তৈরি করে চলেন। অপরের প্রতি সহমর্মী হওয়া, দরকারে অন্যকে সাহায্য করা এ সকল ভাল গুণ এই রাশির মানুষদের মধ্যে ছোট বয়স থেকেই দেখা যায়। কারও সঙ্গে খারাপ ব্যবহার করলে এঁরা নিজেদেরই প্রশ্ন করেন যে সেটা কেন করলেন! নিজের কোনও ভুল বৃশ্চিক রাশির ব্যক্তিরা কখনও এড়িয়ে যান না। সর্বদা নিজেকে এক জন ভাল মানুষ হিসাবে তৈরির তাগিদে ছুটে চলেন এঁরা।

Advertisement

ধনু: ধনু রাশির ব্যক্তিরাও নিজেদের কাজকর্ম নিয়ে অত্যন্ত সজাগ হন। নতুন জিনিস জানতে ও শিখতে খুব পছন্দ করেন ধনু রাশির ব্যক্তিরা। নিজেকে নানা রকম পরিস্থিতিতে ফেলে দেখতে চান এঁরা। ধনু রাশির ব্যক্তিরা নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেদের জানতে পছন্দ করেন। এঁরা মনে করেন নানা অভিজ্ঞতাই একজন মানুষকে গড়ে তুলতে সাহায্য করে। এই রাশির ব্যক্তিরা তাই নানা মানুষের সঙ্গে মিশতে, ঘুরতে যেতে খুব ভালবাসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement