ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের শরীরের প্রায় প্রতিটি অংশের সঙ্গেই বিভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হল হস্তরেখাবিদ্যা। এর সাহায্যে আমাদের হাতের নানা রেখা পাঠ করে ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেওয়া সম্ভব। তবে কেবল তালুতে থাকা বিভিন্ন রেখাই নয়, আঙুলের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে সেটিও এর দ্বারা অনুধাবন করা সম্ভব। শাস্ত্রমতে, আমাদের হাতের পাঁচটি আঙুলের মাথাতেই নাচছে আমাদের ভাগ্য। পাঁচটি আঙুলের সঙ্গে সম্পর্ক রয়েছে পাঁচ ভিন্ন গ্রহের। জেনে নিন সেগুলি কী।
হাতের কোন আঙুলের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে?
বৃদ্ধাঙ্গুলি: আমাদের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের। শুক্র হল বৈভব, প্রেম ও সৌন্দর্যের গ্রহ। বৃদ্ধাঙ্গুলিতে কোনও সমস্যা না থাকলে শুক্রের ভাল প্রভাব জীবনের উপর থাকে বলে মনে করা হয়।
তর্জনী: বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলটি হল তর্জনী। সাধারণত এই আঙুলে ভর করেই বেশির ভাগ মানুষ লেখেন। তর্জনীকে যত্নে রাখলে বৃহস্পতির শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। অর্থাৎ, তর্জনীর সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতির।
মধ্যমা: পাঁচটি আঙুলের মধ্যে মাঝের আঙুলটি হল মধ্যমা। এর সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। মধ্যমায় কোনও সমস্যা না থাকলে মানুষ বহু গুণের অধিকারী হন।
অনামিকা: মধ্যমার পাশের আঙুলটি অনামিকা। এই আঙুলের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। অনামিকার যত্ন নিলে সমাজে সম্মান বৃদ্ধি পায়। যে সকল ব্যক্তির জীবনে অনামিকার প্রভাব থাকে, তাঁরা প্রচুর অর্থলাভের সুযোগ পান।
কনিষ্ঠা: হাতের পাঁচ আঙুলের মধ্যে সবচেয়ে ছোট আঙুলটি হল কনিষ্ঠা। কনিষ্ঠার সঙ্গে সম্পর্ক রয়েছে বুধের। জীবনের উপর কনিষ্ঠার শুভ প্রভাব থাকলে অনেক উন্নতি করা যায়। এঁদের জ্ঞান ও বুদ্ধি হয় প্রশংসনীয়।