New Year 2026 Astrology

ভাল না, আবার খারাপও না, ২০২৬ চার রাশির কাটবে মোটামুটি! ধৈর্য ধরলে আর পরিশ্রম করলে দারুণ ফলপ্রাপ্তি নিশ্চিত

গ্রহরা প্রতিনিয়ত তাদের স্থান বদলায়। তাই ভাগ্য কখনও কারও একই রকম থাকে না। সেই দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে চার রাশিকে ২০২৬-এ নানা বাধার সম্মুখীন হতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩
Share:

—প্রতীকী ছবি।

বর্ষশেষে এসে প্রায় সকল মানুষই সেই বছরের সকল দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠেন। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, ঘুরতে যান। হুল্লোরের মধ্যে দিয়ে ফেলে আসা বছরকে বিদায় জানিয়ে আমরা নতুনকে স্বাগত জানাই। তবে এই আনন্দের মুহূর্তেও মনের কোণে বার বার নতুন বছরটা ভাল যাবে কি না সেই প্রশ্ন ঘুরেফিরে আসতে থাকে। কোন বছর কার কেমন কাটবে তার অনেকটাই নির্ভর করে ব্যক্তির জন্মছকে থাকা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর। গ্রহরা প্রতিনিয়ত তাদের স্থান বদলায়। তাই ভাগ্য কখনও কারও একই রকম থাকে না। সেই দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে চার রাশিকে ২০২৬-এ নানা বাধার সম্মুখীন হতে হবে। তবে বছরটা যে সেই কারণে খারাপ যাবে এটা বলা চলে না। ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে পারলে ফল নিশ্চই পাওয়া যাবে।

Advertisement

মেষ: ২০২৬-এর প্রথম থেকেই মেষ রাশির জাতক-জাতিকাদের শৃঙ্খলাপরায়ণ হতে হবে। জীবনধারায় ছোট ছোট পরিবর্তন আনতে পারলে ভাল হয়। সময়ের কাজ সময়ে শেষ করলে আর কোনও অসুবিধাই হবে না। সফলতার পথে একটু-আধটু বাধা আসতে পারে। তবে ধৈর্য না হারিয়ে লক্ষ্য স্থির রাখতে পারলে সফল হবেন।

সিংহ: সিংহ রাশির ব্যক্তিদের অযাচিত ঝামেলায় নাক গলানো বন্ধ করতে হবে। এই রাশির জাতক-জাতিকারা সব বিষয়ে নিজের মতামত পোষণ করতে ভালবাসেন। কিন্তু নতুন বছরে তাঁদের এই স্বভাব গুটিয়ে রাখলে জীবন অনেক সহজ হবে। যে সকল মানুষের কাছে আপনার উপস্থিতির দাম নেই, তাঁদের থেকে নিজেকে সরিয়ে আনাই ভাল হবে।

Advertisement

তুলা: নতুন বছরের শুরু থেকে শেষ, পুরো সময়টাই তুলা রাশির জাতক-জাতিকাদের ভাল-মন্দ মিশিয়ে কাটবে। নানা ক্ষেত্রে বাধা আসতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা গেলেও সেই পর্যন্ত পৌঁছোতে আপনাকে নানা কাঠখড় পোড়াতে হতে পারে। মাথা শান্ত রেখে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন। উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করে চলুন। ফল নিশ্চই পাবেন।

কুম্ভ: ২০২৬ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কাছে হবে নতুনকে জানা ও চেনার বছর। কল্পনাতীত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। যাত্রাপথ সহজ না হলেও, শেষে গিয়ে শিখবেন অনেক কিছু। এই শিক্ষা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। ফলের আশা না করে কাজ করে চললে ফল নিজে আপনার কাছে এসে ধরা দেবে। হাল ছাড়লে চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement