কথার মধ্যে ফের খোঁচা 

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে প্রশাসনিক বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘‘চিনের সঙ্গে ভালই কথাবার্তা চলছে। চিন এখন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। তবে আমি চাই, চুক্তিটা যেন চুক্তির মতো হয়। সেই সুযোগ আমাদের সামনে রয়েছে।’’ 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৪
Share:

—ছবি এএফপি।

আগামী ১ মার্চের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই বেজিংয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার। শুক্রবার পর্যন্ত এক টানা চলবে দু’পক্ষের মধ্যে বৈঠক। এর মধ্যেই চিনকে খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, বাণিজ্য চুক্তি করার জন্য চিনই এখন মরিয়া। কারণ বাণিজ্য যুদ্ধের ফলে তাদের অর্থনীতি এবং শেয়ার বাজার জোর ধাক্কা খেয়েছে। আর গোটা বিশ্বের মধ্যে আমেরিকা এখন সেরা। চুক্তি হোক বা না-হোক, লাভবান হবেন তাঁরাই। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে এখনই বৈঠক করার কোনও পরিকল্পনা নেই তাঁর।

Advertisement

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে প্রশাসনিক বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘‘চিনের সঙ্গে ভালই কথাবার্তা চলছে। চিন এখন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। তবে আমি চাই, চুক্তিটা যেন চুক্তির মতো হয়। সেই সুযোগ আমাদের সামনে রয়েছে।’’

চিনের সঙ্গে বছরের পর বছর বিপুল বাণিজ্য ঘাটতি নিয়ে বহু দিন ধরেই ক্ষুব্ধ ট্রাম্প। সে কারণে বড় অঙ্কের চিনা পণ্যের উপরে মোটা শুল্ক চাপিয়েছেন তিনি। পাল্টা শুল্ক চাপিয়েছে চিনও। কিন্তু বাণিজ্য যুদ্ধে মাথাচাড়া দেওয়ার ধাক্কা সামলাতে হচ্ছে কার্যত গোটা বিশ্ব অর্থনীতিকেই। একাধিক সমীক্ষা জানিয়েছে, এর জেরে চলতি বছরে বিশ্বের আর্থিক বৃদ্ধি কমতে পারে। এই অবস্থায় ডিসেম্বরে দুই দেশের প্রেসিডেন্ট আগামী ১ মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তবে একাধিক বৈঠক সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছনো যায়নি।

Advertisement

এই অবস্থায় চলতি সপ্তাহেই বেজিংয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন চিনফিং। ঠিক এমন সময়েই উড়ে এল মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ। তাঁর বক্তব্য, ‘‘যা-ই হোক না কেন, আমি খুশি। প্রত্যেক মাসে আমরা চিনের থেকে কোটি কোটি ডলার আদায় করতে পারি। এর আগে চিন আমাদের ১০ সেন্টও দেয়নি। অতীতে ছবিটা পুরোপুরি উল্টো ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন