আরও দুই গাড়ি বহুজাতিক পা রাখছে ভারতে

ভারতের সঙ্গে অবশ্য দুই সংস্থারই কিছুটা পরোক্ষ যোগ রয়েছে। ভারতে ব্যবসা করা মার্কিন বহুজাতিক জেনারেল মোটরস (জিএম)-এর সঙ্গে গাঁটছড়া রয়েছে এসএআইসি-র।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০২:০০
Share:

ভারতে এমজি মোটর ইন্ডিয়ার প্রথম কারখানা উদ্বোধনের দিনে কর্মীরা। গুজরাতের হালোলে

ভারতে যাত্রী গাড়ির বাজারে চাকা গড়াতে চলেছে আরও দুই বহুজাতিকের। চিনা সংস্থা এসএআইসি মোটরের হাত ধরে ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্র্যান্ড মরিস গ্যারাজেস এবং দক্ষিণ কোরিয়ার কিয়া মোটরস ২০১৯-এ ভারতে গাড়ি বিক্রি শুরু করার কথা জানিয়েছে। ইতিমধ্যেই শুরু করেছে কারখানা তৈরি-সহ আনুষঙ্গিক কাজকর্মও। দুই সংস্থা মিলিয়ে লগ্নি দাঁড়াবে প্রায় ৯২০০ কোটি টাকা।

Advertisement

ভারতের সঙ্গে অবশ্য দুই সংস্থারই কিছুটা পরোক্ষ যোগ রয়েছে। ভারতে ব্যবসা করা মার্কিন বহুজাতিক জেনারেল মোটরস (জিএম)-এর সঙ্গে গাঁটছড়া রয়েছে এসএআইসি-র। অন্য দিকে, আলাদা সংস্থা হিসেবে ব্যবসা করলেও দক্ষিণ কোরিয়ার হুন্ডাই গোষ্ঠীর অন্যতম শাখা কিয়া মোটরস। হুন্ডাই বহু দিন ধরেই ভারতে ব্যবসা করছে।

কিয়া-র গাড়ি

Advertisement

সম্প্রতি ভারতে গাড়ি বিক্রি বন্ধের কথা জানায় জিএম। তার পরেই গুজরাতের হালোলে সংস্থার প্রথম কারখানাটি হাতে নিয়েছে তারা।

শাখা সংস্থা এমজি মোটর ইন্ডিয়া-র মাধ্যমে ভারতে ব্যবসা করবে চিনা বহুজাতিকটি। প্রাথমিক ভাবে বছরে ৮০ হাজারটি গাড়ি তৈরি করতে কমপক্ষে ২ হাজার কোটি টাকা লগ্নি করবে তারা। সংস্থার এমডি রাজীব ছাবা বলেন, ‘‘প্রথম গাড়ি বাজারে আসবে ২০১৯-এ।’’ তাঁর দাবি, ১৯২৪ থেকে এ দেশে অন্তত ৫০০ জন এমজি ব্র্যান্ডের গাড়ির মালিক রয়েছেন। তাই ভারতে ব্যবসার ক্ষেত্রে এই ব্র্যান্ডটিকেই হাতিয়ার করতে চান তাঁরা। তবে ছোট বা কম দামির গাড়ির বাজার নয়, বরং এসইউভি ধরনের বড় ও দামি গাড়ির বাজারই আপাতত তাঁদের লক্ষ্য বলে সংস্থা সূত্রের ইঙ্গিত।

বড় বা ছোট এসইউভির বাজার নজরে রয়েছে কিয়া মোটরসেরও। তবে সেডান বা ছোট গাড়ি (হ্যাচব্যাক)-সহ অন্য ধরনের গাড়িও তৈরি হবে। সংস্থার এগ্‌জিকিউটিভ ডিরেক্টর ইয়ং এস কিম জানান, বছরে ৩ লক্ষ গাড়ি তৈরির কারখানাটি গড়তে ৭২০০ কোটি টাকা লগ্নি করবেন তাঁরা। নিজস্ব গাড়ি বাজারে আসবে ২০১৯-এর দ্বিতীয়ার্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন