Gold

অক্ষয় তৃতীয়ায় সোনার বাজার দেখল দুই ছবি

ব্যবসায়ীদের দাবি, কলকাতায় সোনার গয়নার বাজারে ভিড় উপচে পড়েছে বড় ও নামী দোকানে। হতাশায় ডুবেছে বহু ছোট দোকান। যাদের ক্রেতা মূলত সাধারণ আয়ের মানুষেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ০৯:২৭
Share:

গয়না কিনতে ব্যস্ত ক্রেতা। বুধবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

পয়লা বৈশাখে সোনা বিক্রি মার খেয়েছিল চড়া দামের কারণে। বুধবার অক্ষয় তৃতীয়ায় তা কিছুটা কমায় আশায় বুক বেঁধেছিলেন বিক্রেতারা। তবে শেষ পর্যন্ত দিন সকলের সমান কাটল না। ব্যবসায়ীদের দাবি, কলকাতায় সোনার গয়নার বাজারে ভিড় উপচে পড়েছে বড় ও নামী দোকানে। হতাশায় ডুবেছে বহু ছোট দোকান। যাদের ক্রেতা মূলত সাধারণ আয়ের মানুষেরা। ছোট ব্যবসায়ীদের দাবি, মূলত বিত্তবানেরাই ভিড় করেছেন বড় দোকানে। তাঁদের বেশির ভাগ ক্রেতার সোনা কেনার পরিস্থিতি নেই। দামও সেই জায়গায় নামেনি। একাংশের বিক্রি আগের বারের থেকে প্রায় ৪০% কমেছে। বড় দোকানগুলির বক্তব্য, বিক্রির হিসাব কষা হবে পড়ে। তবে খদ্দেরের ঘাটতি ছিল না।

এ দিন ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) ১৩০০ টাকা কমে হয়েছে ৯৫,৭০০ টাকা। জিএসটি ধরে তা ৯৮,৫৭১ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) কর নিয়ে ৯৩,৬৭৮.৫০ টাকা।

ছোট গয়নার দোকানগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, ‘‘বহু ক্রেতা দাম আরও কমবে মনে করে আসেননি।’’ বনগাঁর নিউ সিংহ জুয়েলার্সের কর্তা বিনয় সিংহ জানান, বিক্রি ৩০% কমেছে। অন্য দিকে, পিসি চন্দ্র জুয়েলার্সের এমডি উদয় চন্দ্র এবং বৌবাজারের গিনি এম্পোরিয়ামের ডিরেক্টর সমর দে-র দাবি, ‘‘চড়া দামেও ক্রেতারা যে ভাবে গয়না কেনার আগ্রহ দেখিয়েছেন, তাতে ভবিষ্যতের বাজার নিয়ে আমরা আশাবাদী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন