Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper

বিশ্ব জুড়ে দুর্নীতিই ১৯০ লক্ষ কোটির


বিশ্ব জুড়ে দুর্নীতি কী ভাবে থাবা বসাচ্ছে, তা জানাতে গিয়েই ছবিটা তুলে ধরল রাষ্ট্রপুঞ্জ। যা পিলে চমকে ওঠার মতো। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের হিসেব, দুর্নীতির অঙ্ক বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অন্তত ৫%। অর্থাৎ ২.৬ লক্ষ কোটি ডলার। টাকায় প্রায় ১৯০.৩২ লক্ষ কোটি। বিশ্বব্যাঙ্ক বলছে, বছরে ঘুষের অঙ্ক প্রায় ১ লক্ষ কোটি ডলার। ৭৩.২ লক্ষ কোটি টাকা। 

এর বিরুদ্ধে আন্তর্জাতিক দুনিয়াকে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিয়ো গুতেরেস। তাঁর দাবি, না হলে হিংসা বাড়বে। কারণ, দুর্নীতির জন্যই মার খায় ন্যূনতম চাহিদা। প্রকট হয় দারিদ্র। বাড়ে বঞ্চনা। ভোগে লগ্নি। বিশ্বাসহীনতা তৈরি হয় প্রশাসন সম্পর্কে। বাড়ে অপরাধপ্রবণতা।


Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper