Bank Strike

সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ধর্মঘট, ২৩ জানুয়ারি থেকে রাজ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ, দু’দিন ছুটি ধর্মঘটের মূল দাবি। বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের মতো পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করার দাবিতে দীর্ঘ দিন সরব হয়েছেন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:০৮
Share:

—প্রতীকী ছবি।

সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস। শনি-রবি ছুটি। দীর্ঘ দিনের দাবিপূরণের জন্য আগামী ২৭ জানুয়ারি দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে চলতি মাসে এ রাজ্যে টানা পাঁচ দিন বন্ধ থাকতে পারে সমস্ত ব্যাঙ্ক। দেশের অন্যান্য রাজ্যে তা চার দিন। এ রাজ্যে ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ২৪ তারিখ চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ তারিখ রবিবার। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। ২৭ তারি‌খ ধর্মঘট। টানা পাঁচ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।

Advertisement

প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ, দু’দিন ছুটিই ধর্মঘটের মূল দাবি। ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন জানিয়েছে যে, ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল। মজুরি সংশোধনের সেই চুক্তির সময় বাকি দু’টি শনিবার ছুটি ঘোষণা করতে সম্মত হয়েছিল আইবিএ। কিন্তু সরকারের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ার ফলে বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বর্তমানে কর্মীরা রবিবার বাদে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পান। অন্যান্য বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের মতো পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করার দাবিতে দীর্ঘ দিন সরব কর্মীরা। ইউনিয়নগুলির যুক্তি, পূর্বের চুক্তি অনুযায়ী বাকি দু’টি শনিবার ছুটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু সিদ্ধান্তটি এখনও বাস্তবায়িত হয়নি।

Advertisement

ইউএফবিইউ জানিয়েছে, ব্যাঙ্ককর্মীরা ইতিমধ্যেই নমনীয়তা দেখিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতি দিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। ইউনিয়নগুলির যুক্তি, আরবিআই, এলআইসি, জিআইসি, স্টক এক্সচেঞ্জ, মানি মার্কেট এমনকি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই পাঁচ দিনের কাজের সময়সূচি অনুসরণ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement