ভারতের কৃষি-ভর্তুকিতে ক্ষুব্ধ আমেরিকা

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বলেন, ডব্লিউটিওয় যোগ দেওয়ার সময়ে যা চুক্তি হয়েছিল, বাণিজ্য সহযোগীরা সেটা মেনে চলবে বলেই আশা করেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০২:০৭
Share:

ভারতের বিরুদ্ধে ফের বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ জানাল ওয়াশিংটন। অভিযোগ তুলল, গম ও চালে ডব্লিউটিও অনুমোদিত সীমার থেকে অনেক বেশি ভর্তুকি দিয়েছে ভারত। কিন্তু দেখিয়েছে কম করে। ফলে ভেঙেছে ডব্লিউটিও-র নীতি। সেখানকার কৃষি কমিটির কাছে এই অভিযোগ জানিয়ে বিবৃতি জমা দিয়েছে মার্কিন প্রশাসন।

Advertisement

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বলেন, ডব্লিউটিওয় যোগ দেওয়ার সময়ে যা চুক্তি হয়েছিল, বাণিজ্য সহযোগীরা সেটা মেনে চলবে বলেই আশা করেন তাঁরা। মনে করেন, সমস্ত প্রকল্পের সঠিক তথ্য দেওয়া ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কারণ লাইটহাইজারের মতে, আমেরিকার বাণিজ্য সহযোগীরা ডব্লিউটিওয় যে তাদের দায়বদ্ধতা মেনে চলছে, এটা নিশ্চিত ভাবে বোঝার জন্য তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওয়াশিংটনের অভিযোগ, কৃষি সংক্রান্ত নিয়ম-নীতির ক্ষেত্রে ডব্লিউটিওর সেই চুক্তিই ভেঙেছে ভারত। ভর্তুকি দিয়েছে বেশি। অথচ দেখিয়েছে কম করে।

এর আগেও বিশ্ব বাণিজ্য সংস্থায় আমেরিকার অভিযোগ ছিল, ভারতে রফতানিতে প্রায় ৭০০ কোটি ডলারের ভর্তুকি প্রকল্প চালু। যার আওতায় কর ও ফি ‌বাবদ ছাড়ের মতো সুবিধা পান ইস্পাত পণ্য, ওষুধ, রাসায়নিক, তথ্যপ্রযুক্তি, বস্ত্র ইত্যাদির রফতানিকারীরা। ফলে বিদেশে তুলনায় কম দামে পণ্য বিক্রি করেন তাঁরা। অসম প্রতিযোগিতায় মার খান মার্কিন কর্মী ও উৎপাদনকারীরা। তবে আমেরিকার বিরুদ্ধেও কৃষিতে বিপুল ভর্তুকি জোগানোর অভিযোগ বরাবর তোলে ইউরোপ ও উন্নয়নশীল দুনিয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন