রাজনকে নিয়ে উদ্বেগে পড়ল ডলারে টাকা

ফের পড়ল ডলারে টাকার দাম। এই নিয়ে টানা তিন দিন। বুধবার টাকা ১৯ পয়সা পড়ায় দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৪৫ টাকা। তবে এ দিন মূলত রঘুরাম রাজনকে নিয়ে উদ্বেগের জেরেই টাকা পড়েছে বলে বাজার সূত্রের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০২:২৬
Share:

ফের পড়ল ডলারে টাকার দাম। এই নিয়ে টানা তিন দিন। বুধবার টাকা ১৯ পয়সা পড়ায় দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৪৫ টাকা। তবে এ দিন মূলত রঘুরাম রাজনকে নিয়ে উদ্বেগের জেরেই টাকা পড়েছে বলে বাজার সূত্রের খবর। উল্লেখ্য, রঘুরাম রাজন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় দফায় আরবিআইয়ের গভর্নর থাকার ব্যাপারে তিনি আগ্রহী না-ও হতে পারেন। সে ক্ষেত্রে কে রাশ হাতে নেবেন, তা নিয়ে চিন্তিত বিদেশি লগ্নিকারীরাও শেয়ার বেচতে থাকেন। আরবিআইয়ে রাজনের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। এ নিয়ে তিন দিনে টাকা পড়ল ৪২ পয়সা। এ দিন অবশ্য সেনসেক্স সামান্য বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন