India-US Relationship

সোমে ভারত সফরে ভান্স

কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভান্স বাণিজ্য চুক্তি অথবা শুল্ক প্রসঙ্গে আলাদা করে কোনও সূত্র নিয়ে আসছেন না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৭:৫০
Share:

(বাঁ দিকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম তাঁর প্রশাসনের এক শীর্ষ পর্যায়ের কর্তা, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ভারত সফরে আসছেন সোমবার। শুল্ক নিয়ে ভারত সম্পর্কে সমালোচনার ঝড় বইয়েছেন ট্রাম্প। আপাতত সে সব সামলে দু’দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শর্তে সই করেছে বলে খবর। এই পরিস্থিতিতে ভান্সের সফর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভান্স বাণিজ্য চুক্তি অথবা শুল্ক প্রসঙ্গে আলাদা করে কোনও সূত্র নিয়ে আসছেন না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেবেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সমস্ত দ্বিপাক্ষিক বিষয় নিয়েই আলোচনা হবে। আমরা আশাবাদী, ভান্সের এই সফর দু’দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।” তাঁর বার্তা, দ্রুত বাণিজ্য চুক্তি সই করার জন্যেই ভারত-আমেরিকার মধ্যে কথা চলছে।

তবে শুধু কূটনৈতিক আলোচনা নয়, ভারত ভ্রমণের পরিকল্পনাও রয়েছে সপরিবার ভান্স-এর। ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তিন সন্তানকে নিয়ে জয়পুর ও আগ্রায় যাবেন তিনি। ঊষা ভান্স নিজের পূর্বপুরুষের দেশ অন্ধ্রপ্রদেশে যাবেন কি না, আলোচনা চলছে তা নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন