Bharti Singh

‘ভাগ্যিস মেয়ে হয়নি’ দ্বিতীয় ছেলে হওয়ার পর নিজের মত বদল করলেন নাকি ভারতী!

কন্যাসন্তান হয়নি বলে আক্ষেপ ছিল ভারতীর। কিন্তু দ্বিতীয় সন্তান আসার পর মেয়ে না হওয়ার জন্য এখন কৃতজ্ঞতা স্বীকার করলেন কৌতুকাভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২০:১৭
Share:

ভারতীর কন্ঠে উল্টো সুর! ছবি: সংগৃহীত।

বলিউডের অনেকেই বলেছিলেন, ভারতী সিংহের কোলে নাকি যমজ সন্তান আসতে চলেছে। তা নিয়ে আলোচনাও হয়েছে প্রচুর। সেই জল্পনা অবশ্য সত্যি হয়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার ঘরে আবার পুত্রসন্তান এসেছে। যদিও কন্যাসন্তান হয়নি বলে আক্ষেপ ছিল ভারতীর। কিন্তু দ্বিতীয় সন্তান আসার পর মেয়ে না হওয়ার জন্য এখন কৃতজ্ঞতা স্বীকার করলেন কৌতুকাভিনেতা।

Advertisement

কন্যাসন্তানের আশায় ছিলেন ভারতী। একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন নিজেই। এও জানিয়েছিলেন, কন্যাসন্তান না হওয়া পর্যন্ত নাকি চেষ্টা চালিয়ে যাবেন তিনি! ভারতী-হর্ষের বড় ছেলে লক্ষ্যের বয়স তিন বছর। এ বার দ্বিতীয় ছেলে কাজুর জন্ম হল। সন্তান জন্মের পরই ভারতী জানান, দ্বিতীয় ছেলেকে কিছুতেই ভালবাসতে পারছেন না। যদিও দ্বিতীয় ছেলেকে কোলে নেওয়ার পর সেই চিন্তা পাল্টায়। তার পরও ইচ্ছে ছিল কন্যাসন্তানের। কিন্তু ভারতী জানান, কন্যাসন্তান হয়নি, ভালই হয়েছে। ভারতী বলেন, ‘‘ ভাগ্যিস মেয়ে হয়নি, একটা মেয়েকে জন্ম দেওয়া বড় করে তোলা। তার পর সে অন্যের বাড়ি চলে যাবে এ তো মানতে পারতাম না।’’ সম্প্রতি ভারতীর বড় ছেলে মজার ছলেই বলেছিল যে, সে বাড়ি ছেড়ে চলে যাবে। তাতেই কি এই মনবদল ভারতীর? উত্তর অবশ্য জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement