ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।
১৯ ডিসেম্বর দ্বিতীয় বার মা হয়েছেন কৌতুকাভিনেতা তথা সঞ্চালিকা ভারতী সিংহ। ইচ্ছা ছিল, কন্যাসন্তানের মা হবেন। কিন্তু দ্বিতীয় বার ফের পুত্রসন্তান হয়েছে তাঁর। সন্তান জন্মের পরই ভারতী জানান, দ্বিতীয় ছেলেকে কিছুতেই ভালবাসতে পারছেন না। সম্প্রতি কাজে ফিরেছেন ভারতী। এর মাঝে বড় ছেলে নাকি মাকে জানিয়ে দিয়েছে, সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে!
টেলিভিশনের খ্যাতনামী সঞ্চালিকা হওয়ার পাশাপাশি তিনি নেটপ্রভাবী। স্বামী ছেলেকে নিয়ে ভ্লগ করেন। এমনই একটি ভ্লগ করছিলেন। সেই সময় ভারতীকে তাঁর বড় ছেলে গোলা ওরফে লক্ষ্য বলে ওঠে, ‘‘আমার ব্যাগ গুছিয়ে দাও মা, এই বাড়ি ছেড়ে চলে যাব।’’ অতটুকু ছেলের মুখে অমন কথা শুনে কাঁদতে শুরু করেন ভারতী। তখন অবশ্য মাকে শান্ত করে ছোট্ট লক্ষ্য। ভারতী বলেন, ‘‘ছেলের মুখে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শোনামাত্র মনে হল বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। তার পর ওকে বোঝালাম। বললাম আমাদের ভালবাসার কথা। জানি না, কোন খেয়াল থেকে এই কথা বলল।’’
হর্ষ ও ভারতীর বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয় বার মা হলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, “আমাদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয়, তা হলে ফের চেষ্টা করব। হর্ষের মেয়ে চাই। যত ক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, কিংবা আমি মরে না যাই, আমরা চেষ্টা চালিয়ে যাব।’’
কথাটা খানিক রসিকতার ছলে বললেও ভারতী জানান, তাঁর নিজেরও কন্যাসন্তানের ইচ্ছা রয়েছে। তাই দু’জনে মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। এ বার ভারতী জানান, যতই তাঁর জীবনে দ্বিতীয় সন্তান আসুক, বড় ছেলে সবার প্রথমেই থাকবে। ওর জায়গা কেউ নিতে পারবে না।