Wealth Killer Inflation

মূল্যবৃদ্ধির ‘মুদ্রা-দোষ’, কষ্ট করে সঞ্চিত কোটি টাকার মূল্য কমে হয়ে যাবে ২৫ লাখ! কিন্তু কী ভাবে?

মুদ্রাস্ফীতির কাঁটায় দিন দিন কমছে টাকার মূল্য। বিশেষজ্ঞদের দাবি, মাত্র ২০ বছরে কোটি টাকার মূল্য হ্রাস পেয়ে চলে আসবে ২৫ লাখে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:০৮
Share:

প্রতীকী ছবি।

বাড়তে বাড়তে কোটি টাকায় পৌঁছেছে সঞ্চয়। কিন্তু তাতে আনন্দে আত্মহারা হওয়ার কিছু নেই। কারণ মাত্র দু’দশকের মধ্যে সেই অর্থের মূল্য কমে দাঁড়াবে মাত্র ২৫ লক্ষ টাকায়। মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করে ইতিমধ্যেই সেই সতর্কবার্তা দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা। পাশাপাশি, অবসর জীবনে আর্থিক নিশ্চয়তা বজায় রাখতে অন্তত চার কোটি টাকার তহবিল তৈরির দিকে নজর দিতে বলেছেন তাঁরা।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, বর্তমানের জটিল আর্থিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির হার বছরে গড় সাত শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আমজনতার সঞ্চয়ের মূল্য কমবে প্রায় ৭৪ শতাংশ। এই হিসাবে ২০ বছর পর এক কোটি টাকার মূল্য হ্রাস পেয়ে দাঁড়াবে ২৫.৮৪ লক্ষ টাকা। এখানে উল্লেখ্য, মুদ্রাস্ফীতির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম পুরোপুরি ভাবে সম্পৃক্ত। এর সূচক ঊর্ধ্বমুখী হলে চড়চড়িয়ে বাড়তে থাকে বাজারদর।

বিশেষজ্ঞদের অনুমান, বার্ষিক মুদ্রাস্ফীতির হার সাত শতাংশ থাকলে বর্তমানে যেখানে স্কুল ফি বাবদ এক লক্ষ টাকা দিতে হয়, ২০ বছর পর সেটাই বেড়ে দাঁড়াবে ৩.৮৭ লক্ষ টাকায়। চিকিৎসাবাবদ খরচের অঙ্ক পাঁচ লক্ষ টাকা হলে সেটা বৃদ্ধি পেয়ে ১৯.৩৫ লক্ষ টাকায় গিয়ে পৌঁছবে। এ ছাড়া যে পরিবারের বর্তমানে মাসিক খরচ ৫০ হাজার টাকা, ২০ বছর পর তাঁদের এই বাবদ ব্যয় হবে ১.৯৩ লক্ষ টাকা।

Advertisement

সেই কারণে যে লগ্নি থেকে বিনিয়োগকারী সাত বা আট শতাংশ রিটার্ন পাচ্ছেন, তা নিরাপদ নয় বলে স্পষ্ট করেছেন আর্থিক বিশ্লেষকেরা। কারণ, বার্ষিক মুদ্রাস্ফীতির হার গড়ে শতাংশ হলে ওই ব্যক্তির সঞ্চিত অর্থের পরিমাণ মূল্য শূন্যে গিয়ে দাঁড়াবে। সেই কারণে ব্যাঙ্ক বা ডাকঘরের প্রথাগত বিনিয়োগের পাশাপাশি স্টক, মিউচুয়াল ফান্ড এবং সোনায় লগ্নির পরামর্শ দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞেরা।

(এই প্রতিবেদনে বিনিয়োগের ব্যাপারে কোনও পরামর্শ দেওয়া হয়নি। মুদ্রাস্ফীতির হারের যে কথা বলা হয়েছে, তা অনুমান ভিত্তিক। ঘরোয়া এবং আন্তর্জাতিক নানা বিষয়ের উপর এই সূচকের ওঠা-নামা নির্ভর করে। স্টক এবং মিউচুয়াল ফান্ডে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বিনিয়োগ করাই ভাল।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement