Currency Value

কমেই চলেছে টাকার দাম, সমস্যায় আমদানি, আশঙ্কা মূল্যবৃদ্ধিরও

টাকার দাম কমায় পণ্য আমদানির খরচ বাড়ছে। ভারতে বিদেশ থেকে আসা প্রধান পণ্যগুলির তালিকায় রয়েছে অশোধিত তেল, সোনা, কয়লা, প্লাস্টিক, লোহা, ইস্পাত ইত্যাদি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

দীর্ঘ দিন ধরে দুর্বল হচ্ছে টাকা। শুধু এ মাসেই তার দামকে তলানিতে টেনে নামিয়ে এক ডলার ২ টাকা ২ পয়সারও (২%) বেশি বেড়ে গিয়েছে। গত বছর বেড়েছিল প্রায় ৫%। বিশ্লেষকদের দাবি, এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। টাকার দাম কমায় অর্থনীতিতে যে সব প্রভাব পড়ছে, সেগুলি হল—

  • আমদানি: পণ্য আমদানির খরচ বাড়ছে। ভারতে বিদেশ থেকে আসা প্রধান পণ্যগুলির তালিকায় রয়েছে অশোধিত তেল, সোনা, কয়লা, প্লাস্টিক, লোহা, ইস্পাত ইত্যাদি।
  • বিদেশি শিক্ষা ও ভ্রমণ: বিদেশে শিক্ষা ব্যয়বহুল হয়ে উঠছে। ভ্রমণের খরচও বেড়েছে বিপুল।
  • মূল্যবৃদ্ধি: ফের মাথা তুলছে মূল্যবৃদ্ধির মাথাচাড়া দেওয়ার আশঙ্কা।
  • রফতানি: টাকার দাম কমায় রফতানিকারীরা লাভবান হচ্ছেন। কারণ, তাঁরা ডলারের বিনিময়ে বেশি টাকা পাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন