ভি-র ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা দিতে পারছেন না কেউ। —প্রতীকী চিত্র।
পরের বছর মার্চের মধ্যে পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কার কথা শুনিয়েছে ভোডাফোন আইডিয়া (ভি)। এই সঙ্কটের মধ্যেই লোকসান কিছুটা কমাল টেলি সংস্থাটি। মার্চ ত্রৈমাসিকে তা হয়েছে ৭১৬৬ কোটি টাকা। গত বছর এই সময়ে ছিল ৭৬৭৪.৬ কোটি। আয় ৩.৮% বেড়ে হয়েছে ১১,০১৩ কোটি। পুরো ২০২৪-২৫ অর্থবর্ষেও ক্ষতি ৩১,২৩৮ কোটি থেকে কমে হয়েছে ২৭,৩৮৩ কোটি টাকা। আর্থিক ফল ঘোষণা করে দৈনন্দিন খরচের অর্থ জোগাতে বাজার থেকে ২০,০০০ কোটি টাকা তোলার প্রস্তাবেও সায় দিয়েছে সংস্থার পর্ষদ। কিন্ত তার পরেও ভি-র ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা দিতে পারছেন না কেউ। যদিও সম্প্রতি বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দৈনন্দিন কাজকর্ম বা কেন্দ্রের অংশীদারি বৃদ্ধিতে সমস্যা হবে না বলেই ধারণা। সিইও অক্ষয় মুন্দ্রা জানান, আর্থিক সংস্থা ও ব্যাঙ্কের সঙ্গে নতুন ঋণের জন্য কথা বলছেন তাঁরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে