Hema Malini

‘এই মুখ নিয়ে কেউ পুরস্কার দেয়!’, কটাক্ষে বিদ্ধ অভিনেত্রী হেমা মালিনী, আবার কী ঘটল ?

পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি খেলার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৯
Share:

কটাক্ষে বিদ্ধ হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী হেমা মালিনী। স্বামীর মৃত্যুর পর থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি একটি খেলার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। সেখানে হেমার মুখভঙ্গী দেখে বিরক্ত দর্শকের একাংশ। কী ঘটেছে?

Advertisement

ইতিমধ্যে, সর্বত্র ছড়িয়ে পড়েছে ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী পুরস্কার তুলে দিচ্ছেন বিজয়ীদের হাতে। মেডেল পরিয়ে দিচ্ছেন গলায়। কিন্তু পুরস্কার দেওয়ার সময় প্রবীণ নায়িকার মুখে বিন্দুমাত্র কোনও হাসি নেই। তাঁর গোমড়া মুখ দেখেই আরও বিরক্ত দর্শকের একাংশ। কেউ মন্তব্য করেছেন, “এমন মুখ নিয়ে কেউ পুরস্কার দেয়?” আবার কারও মন্তব্য, “বাচ্চারা কতটা কষ্ট পেয়েছে আপনার ধারণা নেই। এর থেকে পুরস্কার না-ই দিতে পারতেন।” যদিও বার বার অভিনেত্রী জানিয়েছেন, স্বামীর মৃত্যুশোক এখনও মেনে নিতে পারেননি তিনি।

সম্প্রতি, এই প্রসঙ্গে হেমা বলেন, “৫৭ বছর ধরে মানুষটার সঙ্গে কাটানোর পরে এক মুহূর্ত তাঁকে ছাড়া ভাবতে পারি না আমি। এখনও এই শোক কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। সবাই বলে, আমি মনের দিক থেকে খুবই শক্ত। কিন্তু কিছু কিছু সময় সেই মানুষও ভেঙে পড়ে।” তবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement