ব্রাজিলে লগ্নি করবে ভিডিওকন

ব্রাজিলের তেল ও গ্যাস ক্ষেত্রে ২৫০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা করছে ভিডিওকন। গত কয়েক বছর ধরেই পেট্রোলিয়াম শিল্পে ব্যবসা বাড়াতে উদ্যোগী হয়েছে ভারতীয় ভোগ্যপণ্য সংস্থাটি। তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ। ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের দাবি, ব্রাজিলে যে-তেলভাণ্ডারের খোঁজ মিলেছে, তা ভারতের বৃহত্তম তেল ক্ষেত্রের থেকেও বড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০২:১০
Share:

ব্রাজিলের তেল ও গ্যাস ক্ষেত্রে ২৫০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা করছে ভিডিওকন। গত কয়েক বছর ধরেই পেট্রোলিয়াম শিল্পে ব্যবসা বাড়াতে উদ্যোগী হয়েছে ভারতীয় ভোগ্যপণ্য সংস্থাটি। তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ। ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের দাবি, ব্রাজিলে যে-তেলভাণ্ডারের খোঁজ মিলেছে, তা ভারতের বৃহত্তম তেল ক্ষেত্রের থেকেও বড়। এ বছরের শুরুতেই উত্তর-পূ্র্ব ব্রাজিলের সের্গিপে অববাহিকায় তেলের খোঁজ পেয়েছে ভিডিওকন ও ব্রাজিলের সরকারি সংস্থা পেট্রোলিও ব্রাজিলেইরো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement