মাল্যের ৬,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পথে ইডি

ব্যাঙ্ক ঋণের টাকা নয়ছয় করার অভিযোগে বিজয় মাল্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার অঙ্গ হিসেবে তাঁর ৬,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চলেছে তদন্তকারী সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০৩:১৫
Share:

ব্যাঙ্ক ঋণের টাকা নয়ছয় করার অভিযোগে বিজয় মাল্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার অঙ্গ হিসেবে তাঁর ৬,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চলেছে তদন্তকারী সংস্থাটি।

Advertisement

জুনেই কিংগ্ফিশার কর্তাকে সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করে বিশেষ আদালত। নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট সময়ে হাজিরা দেওয়ার। মাল্য হাজির না-হওয়াতেই সম্পত্তি বাজেয়াপ্তের এই সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে মাল্য ও তাঁর পরিবারের বন্ধকী শেয়ার এবং বেশ কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ইতিমধ্যেই সেগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে ইডি। উল্লেখ্য, ইতিমধ্যেই বকেয়া ঋণ সংক্রান্ত মামলায় মাল্য ও তাঁর সংস্থা ইউবি-র ১,৪১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা।

প্রসঙ্গত, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও কেউ ফেরার হলে তাঁকে অভিযুক্ত ঘোষণা করে আদালত। ৮২ নম্বর ধারায় নির্দেশ জারির অর্থ, ঘোষণা লিখিত ভাবে হবে ও অভিযুক্তকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে হাজির হতে হবে। মাল্যের বিরুদ্ধে সেই আবেদনই জানিয়েছিল ইডি। জানানো হয়, নির্দেশ না-মানলে ফৌজদারি কার্যবিধির ৮৩ নম্বর ধারা কার্যকরের আবেদন করা হতে পারে। যাতে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement