কলকাতায় পা রাখছে টাটা গোষ্ঠীর বিমান সংস্থা বিস্তারা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই সংস্থা ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে উড়ান শুরু করেছে ভারতে। কিন্তু, এত দিন তাদের মানচিত্রে ঠাঁই পায়নি কলকাতা। সংস্থা জানিয়েছে, ১০ জুন কলকাতা থেকে চালু হচ্ছে দিনে দু’টি করে দিল্লির উড়ান।