বড়দিন থেকে আরও বাড়বে শীত। — ফাইল চিত্র।
রাজ্যে বড়দিন থেকে ধীরে ধীরে বাড়বে শীত। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে, সেটিও সরে যাবে। ফলে ঠান্ডার অনুভূতি আরও বৃদ্ধি পাবে। বড়দিনের আগে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
চলতি সপ্তাহে রাজ্যের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ, কোথাওই রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে বড়দিন থেকে রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।
বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকতে পারে বুধবার। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে।
মাঝে কিছুদিন সকালের দিকে শীতের অনুভূতি বৃদ্ধি পেলেও, বেলা বাড়লেই গরম লাগতে শুরু করেছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা সেই অর্থে মিলছিল না। তবে গত কয়েক দিনে বদলেছে আবহাওয়া। সঙ্গে জুড়েছে শীতল হাওয়াও। ফলে গত শনিবার থেকে ধীরে ধীরে শীতের আমেজ মাখতে শুরু করেছেন রাজ্যবাসী। কয়েক দিন সকালের দিকে কুয়াশার আস্তরণও দেখা গিয়েছে। কমেছে দিনের তাপমাত্রাও। তবে বড়দিনের আগে এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। বড়দিনের পর থেকে আরও কয়েক ডিগ্রি কমতে পারে পারদ।