কথা বলার সময় কল কাটলে গ্রাহককে ক্ষতিপূরণ দেবে ভোডাফোন। সংস্থার দাবি, কল কাটার পরে নির্দিষ্ট নম্বরে এসএমএস করলে মাসে একবার ১০ মিনিট নিখরচায় কথা বলার সুযোগ মিলবে। তবে তা হতে হবে একই সার্কেলের ভোডাফোন নম্বরে। এ সপ্তাহে ৬৭% পর্যন্ত বেশি নেট ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে সংস্থা।