রাজ্যের হয়েই ব্যাট করলেন শিল্পপতিরা

দিদির নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল ‘বেস্ট বেঙ্গল’ হয়েছে: মুকেশ

রাজ্যের হয়ে ‘ওপেন’ করেন মুকেশ অম্বানী। তিনি বলেন, ‘‘দিদি, আপনার নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল ‘বেস্ট বেঙ্গল’ হয়েছে।’’ এর পর একে লক্ষ্মী মিত্তল, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েন্কা, নিরঞ্জন হীরানন্দনী, অজয় সিংহ, উদয় কোটাক, কিশোর বিয়ানি প্রমুখ রাজ্যের হয়ে সওয়াল করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৩:৩৭
Share:

নক্ষত্রখচিত: মুখ্যমন্ত্রীর সঙ্গে (বাঁ দিক থেকে) সজ্জন জিন্দল, লক্ষ্মী মিত্তল এবং মুকেশ অম্বানী। ফাইল চিত্র।

কাটছে ভাবমূর্তির সমস্যা। বদলাচ্ছে মানসিকতা। বাড়ছে বাজার। কর্পোরেটের এই তিন শংসাপত্রে ভর করেই ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৮’-এর প্রথম দিনে উৎপাদনমুখী শিল্পকে টেক্কা দিল পরিষেবা শিল্প।

Advertisement

বরাবরের মতো এ দিনও রাজ্যের হয়ে গোড়ায় ব্যাট করেন শিল্পকর্তারা। রাজ্যের শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র শিল্প সম্মেলনের ধরতাই দেওয়ার পরেই ছিল এ দিনের প্রথম চমক। রাজ্যের হয়ে ‘ওপেন’ করেন মুকেশ অম্বানী। তিনি বলেন, ‘‘দিদি, আপনার নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল ‘বেস্ট বেঙ্গল’ হয়েছে।’’ এর পর একে লক্ষ্মী মিত্তল, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েন্কা, নিরঞ্জন হীরানন্দনী, অজয় সিংহ, উদয় কোটাক, কিশোর বিয়ানি প্রমুখ রাজ্যের হয়ে সওয়াল করেন।

সজ্জন রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা লগ্নি করবেন। সঞ্জীবের আশ্বাস, বিদ্যুৎ বণ্টনে আরও এক হাজার কোটি টাকার লগ্নির। সরোজ পোদ্দারের কাছ থেকেও সেই অঙ্কের লগ্নির আশ্বাস পান শিল্পমন্ত্রী। বাকিরা পরিষেবা শিল্প, ব্যবসা বা সামাজিক উন্নয়নে সামিল হওয়ার কথা জানান।

Advertisement

যেমন জিও-র সম্প্রসারণ ছাড়াও মুকেশের লক্ষ্য, অপটিক ফাইবারের মাধ্যমে উন্নত ইন্টারনেট পরিষেবা, ছোট বিক্রেতাদের জন্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা, খুচরো ব্যবসা ও তেলের খুচরো ব্যবসা। স্পাইস জেটের অজয় সিংহের বক্তব্য, শিল্প ছড়াতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা জরুরি। তাই এ রাজ্য থেকে উড়ান বাড়াবেন তাঁরা। উদয় কোটাক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা সম্প্রসারণে জোর দেওয়ার কথা জানান। ইস্পাত টাইকুন লক্ষ্মী মিত্তলেরও আশ্বাস, সুযোগ এলেই তাঁদের পারিবারিক ‘ফাউন্ডেশন’ কাজ করবে এ রাজ্যে। কিশোর বিয়ানিও রাজ্যে খুচরো ব্যবসা বাড়াবেন।

আরও পড়ুন: সম্মেলনেই মোদীকে অসহিষ্ণুতা নিয়ে খোঁচা মমতার

তবে সকলের দাবি, রাজ্যে আমূল বদল এসেছে। মুকেশের মতে, শ্লথ গতির উন্নয়নকে ‘গুডবাই’ জানিয়ে রাজ্য এখন ভাইব্র্যান্ট, গতিশীল। দুর্নীতি ও আমলাতন্ত্র, দুই প্রধান সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী দায়বদ্ধ, দাবি মিত্তলের। সজ্জন বলেন, ২০ বছর ধরে এই রাজ্যকে চিনলেও এখন বিস্ময়কর পরিবর্তন চোখে পড়ছে।

দৃশ্যতই খুশি মুখ্যমন্ত্রীর পাল্টা আশ্বাস, হৃদয় দিয়ে শিল্পকে সব রকম সাহায্য করবে রাজ্য। মুকেশের কথার সূত্র ধরে তাঁর দাবি, শিল্পকর্তাদের উপস্থিতিই বলে দিচ্ছে, এখনও পর্যন্ত ‘বেস্ট বেঙ্গল’-এর এটাই (এই শিল্প সম্মেলন) ‘বেস্ট পারফরম্যান্স’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন