গেইলের সঙ্গে যৌথ উদ্যোগে গ্যাস শহরে

গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার (গেইল) সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে রাজ্য সরকারি সংস্থা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব গৃহীত হয়েছে। এই গ্যাস রান্না ও বাণিজ্যিক, দুই কাজেই ব্যবহার করা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৪
Share:

গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার (গেইল) সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে রাজ্য সরকারি সংস্থা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব গৃহীত হয়েছে। এই গ্যাস রান্না ও বাণিজ্যিক, দুই কাজেই ব্যবহার করা যাবে।

Advertisement

প্রকল্পে রাজ্যের সংস্থার হাতে ২৬% শেয়ার থাকবে, বাকিটা গেইলের। এ দিন নবান্নে শিল্পমন্ত্রী অমিত মিত্র এই খবর জানিয়ে বলেন, ‘‘প্রকল্পটি পরিবেশ-বান্ধব। ব্যবহারকারীদের কাছে খুব সহজে গ্যাস পৌঁছে দেওয়া যাবে। শুরুতে প্রকল্প-মূল্য ধার্য হয়েছে ৩,০০০ কোটি টাকা। ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে।’’ তবে পাইপলাইন মারফত গ্যাস দেওয়া হবে, নাকি গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছনো যাবে, বাজার দরের চেয়ে দাম কম হবে কি না, সে সব এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement