—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ক্ষুদ্র শিল্পকে নজরে রেখে আগামী ১০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ‘শিল্পের সমাধান’ কর্মসূচি শুরু করছে রাজ্য সরকার। নবান্ন সব জেলাশাসককে নির্দেশ দিয়েছে, ৫ নভেম্বরের মধ্যে শিবিরের প্রস্তুতি শেষ করতে হবে।
প্রতিটি পুরসভা এবং ব্লকে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই শিবির আয়োজিত হবে। ছোট ব্যবসায়ীদের সমস্যা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন, পরিবেশ ও দমকলের ছাড়পত্র পাওয়া, বিদ্যুৎ সংযোগ এবং জমি সংক্রান্ত যে কোনও সমস্যা, ব্যাঙ্ক ঋণ ইত্যাদি জানানো যাবে সেখানে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্র শিল্পের নানা প্রকল্পে সুবিধা পাওয়ার জন্যও আবেদন করা যাবে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, সংখ্যালঘু, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, কারিগরি শিক্ষা, আদিবাসী কল্যাণ ও অনগ্রসর কল্যাণ দফতর। নবান্ন সূত্রের বক্তব্য, ডিসেম্বরে এখানে ব্যবসা সংক্রান্ত সম্মেলন ‘বিজনেস কনক্লেভ’ অনুষ্ঠিত হওয়ার কথা। তার জন্যেই এই প্রস্তুতি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে