Export

রফতানিযোগ্যতায় পিছিয়ে রাজ্য

ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করতে বরাবরই রফতানি বাড়ানোয় জোর দেয় কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:৪৫
Share:

প্রতীকী ছবি।

রফতানিযোগ্যতার বিচারে রাজ্যগুলির মধ্যে ২২ নম্বরে স্থান পেল পশ্চিমবঙ্গ। ২০২০ সালের জন্য নীতি আয়োগের রিপোর্ট অনুসারে, জলসীমান্ত থাকা রাজ্যগুলির মধ্যে তাদের স্থান সব চেয়ে শেষে, অষ্টম। প্রথম তিনে যথাক্রমে গুজরাত, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। তারা ছাড়াও দেশের মোট রফতানির ৭০ শতাংশই যে পাঁচ রাজ্য থেকে হয়, তার মধ্যে রয়েছে কর্নাটক ও তেলঙ্গানা।

Advertisement

ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করতে বরাবরই রফতানি বাড়ানোয় জোর দেয় কেন্দ্র। এ দিকে, করোনা পরিস্থিতি রফতানিকে রেকর্ড টেনে নামিয়েছে। এই অবস্থায় কোন রাজ্য কতটা যোগ্য তার রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ। জোর দেওয়া হয়েছে নির্দিষ্ট নীতি, ব্যবসার সামগ্রিক পরিবেশ, রফতানির পরিবেশ এবং রফতানির পারফরম্যান্স— এই চার মাপকাঠিতে। যেগুলিকে ভাঙা হয়েছে যোগাযোগ, অর্থের জোগান, গবেষণার মতো আরও ১১টিতে। ওই চারটির মধ্যে শুধু ব্যবসার সামগ্রিক পরিবেশেই ৫০-এর বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন