আজ তেল না-কেনার সিদ্ধান্তে অনড় পাম্প

পাম্পের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, লাইসেন্স ফি বৃদ্ধি, তেল জোগানে কারচুপি, ইত্যাদি অভিযোগে এক দিনের ওই প্রতীকী আন্দোলনের কথা জানিয়েছেন তুষারবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৭:০৭
Share:

প্রতীকী ছবি।

তেল সংস্থাগুলির বিরুদ্ধে নানা অভিযোগে তাদের কাছ থেকে আজ বৃহস্পতিবার পেট্রোল-ডিজেল না-কেনার সিদ্ধান্তে অনড় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অয়েল-সহ অন্য তেল সংস্থাগুলির সঙ্গে বুধবারের বৈঠকের পরেও রাজ্যের পাম্পগুলি এ ব্যাপারে এককাট্টা বলে জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট তুষার সেন। এর জেরে পাম্পগুলিতে তেলের জোগানে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা ক্রেতাদের।

Advertisement

পাম্পের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, লাইসেন্স ফি বৃদ্ধি, তেল জোগানে কারচুপি, ইত্যাদি অভিযোগে এক দিনের ওই প্রতীকী আন্দোলনের কথা জানিয়েছেন তুষারবাবু।

এ দিকে, তার ঠিক আগের দিন বুধবার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের (আইওসি) স্বয়ংক্রিয় টার্মিনালটি যান্ত্রিক ‘ত্রুটির’ জন্য সকালে বন্ধ থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় আইওসি-র কয়েক হাজার পাম্পে তেল সরবরাহ সাময়িক ভাবে ব্যাহত হয়। তবে আইওসি-র দাবি, দুপুরের শিফ্‌ট চালু হওয়ায় পরে পাম্পে জোগান স্বাভাবিক হয়। অন্য দিকে, ডিলারদের পাল্টা অভিযোগ, চাহিদা মতো তেল মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement