দ্বিতীয় স্থানে রাজ্য

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলাদের রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০২:১৩
Share:

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলাদের রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, সবচেয়ে বেশি সংযোগ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে, ৪৬ লক্ষ। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ, ১৯.৫ লক্ষ। প্রকল্পটি চালুর সময়ে চলতি অর্থবর্ষে ১.৫ কোটি মহিলাকে রান্নার গ্যাসের স‌ংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা আট মাসের মধ্যেই পূরণ করা হয়েছে, দাবি ইন্ডিয়ান অয়েল-এর। এর ফলে রান্নার গ্যাসের সংযোগ ৬১ থেকে বেড়ে ৭০ শতাংশে পৌঁছেছে, জানিয়েছে সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement