রাজ্যের বাধা ভাবমূর্তিই, বলছে জাপান

রাজ্য সরকার উন্ননের খতিয়ান দিলেও, বিদেশি লগ্নিকারীদের কাছে এখনও ভাবমূর্তির সমস্যাতেই আটকে পশ্চিমবঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৭
Share:

জাপানের কনসাল জেনারেল মাসায়ুকি তাগা। ফাইল চিত্র।

রাজ্য সরকার উন্ননের খতিয়ান দিলেও, বিদেশি লগ্নিকারীদের কাছে এখনও ভাবমূর্তির সমস্যাতেই আটকে পশ্চিমবঙ্গ। বুধবার সিআইআইয়ের এক সভার পরে এ কথা জানান কলকাতায় জাপানের কনসাল জেনারেল মাসায়ুকি তাগা। তাঁর কথায়, ‘‘শিল্পমন্ত্রী অমিত মিত্র রাজ্যের আর্থিক উন্নতির খতিয়ান দেন। রাজ্য লগ্নি টানার প্রাণপণ চেষ্টাও করছে। বদল এসেছে কলকাতায়। জাপানের লগ্নিকারীদের সে সব জানা জরুরি। কিন্তু তাঁদের মনে এখনও পশ্চিমবঙ্গের ভাবমূর্তির সমস্যা রয়ে গিয়েছে।’’ তাই দেশের অন্যান্য প্রান্তে জাপানি লগ্নি বাড়লেও এ রাজ্য-সহ পূর্বাঞ্চলে তা কম বলে তাঁর মত।

Advertisement

উৎপাদনমুখী শিল্পের জন্য সহজে জমি পাওয়া জরুরি বলেও জানান তাগা। তবে তাঁর দাবি, এ রাজ্যে জমির সমস্যা আছে কি না, তিনি জানেন না। কারণ এমন কোনও জাপানি লগ্নি সাম্প্রতিক কালে এখানে আসেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন