Fazila Ikwaput- Soumya Guguloth

৯ গোলে বিধ্বংসী ইস্টবেঙ্গল

কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড়ের সামনে ভেঙে পড়ে সেসা। ৬ মিনিটে ১-০ করেন সৌম্যা। তিন মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ফাজ়িলা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬
Share:

(সামনে) সৌম্যা গুগুলথ ও ফাজ়িলা ইকুয়াপুট (পিছনে)। ছবি: সংগৃহীত।

বছরের শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। বিধ্বংসী ফাজ়িলা ইকুয়াপুট ও সৌম্যা গুগুলথ। প্রথম জন করলেন চার গোল। আর এক জন করলেন তিন গোল। সেসা এফএ-কে ৯-০ চূর্ণ করে আইডব্লিউএলে জয়ের হ্যাটট্রিক মশালবাহিনীর।

কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের আক্রমণের ঝড়ের সামনে ভেঙে পড়ে সেসা। ৬ মিনিটে ১-০ করেন সৌম্যা। তিন মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ফাজ়িলা। ১৮ মিনিটে ৩-০ করেন সুলঞ্জনা রাউল। ২২ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ফাজ়িলা। ২৫ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। ৪০ মিনিটে গোলরেস্টি নানজ়িরি-র।

৬-০ এগিয়ে যাওয়া সত্ত্বেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ কমেনি মশালবাহিনীর খেলায়। ৫৪ মিনিটে ফের জ্বলে ওঠেন সৌম্যা। ৭২ মিনিটে গোল ফাজ়িলার। ৮৬ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন সৌম্যাও। মেয়েদের ক্লাব ফুটবলে এর আগে ইস্টবেঙ্গলের সব চেয়ে বেশি গোলে জয়ের নজির ছিল ২০২৪-’২৫ মরসুমে হোপ এফসি-র বিরুদ্ধে। ৬-১ জিতেছিল আইডব্লিউএলে গত বারের চ্যাম্পিয়নরা। এ বার জয় ৯-০ গোলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন