মেয়েদের আয় কমই

ভারতে আয়ের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য এখন অনেকটাই বেশি। জানাল মনস্টার ইন্ডিয়ার বেতন সূচক। যা তৈরি হয়েছে পে-চেক ডট ইন ও আইআইএম-আমদাবাদের যৌথ উদ্যোগে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০২:৩৫
Share:

সুদিনের অপেক্ষায়। ফাইল ছবি

ভারতে আয়ের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য এখন অনেকটাই বেশি। জানাল মনস্টার ইন্ডিয়ার বেতন সূচক। যা তৈরি হয়েছে পে-চেক ডট ইন ও আইআইএম-আমদাবাদের যৌথ উদ্যোগে। সূচক দেখিয়েছে, গত বছরেও পুরুষদের তুলনায় মহিলারা গড়ে ১৯% কম আয় করেছেন। ঘণ্টা পিছু গড় হিসেবে মহিলা কর্মীদের তুলনায় পকেটে ৪৬.১৯ টাকা বেশি পুরেছেন পুরুষেরা। কোনও একটি কাজে একটা নির্দিষ্ট সময়ের পরে একই অভিজ্ঞতা থাকলেও, মহিলারা কম পান। যদিও বৈষম্য ২০১৭ সালের তুলনায় ১% কমেছে বলেই দাবি সমীক্ষায়।

Advertisement

বিভিন্ন শিল্প ক্ষেত্রকে আতসকাচের তলায় রেখে তৈরি হয়েছে ওই রিপোর্ট। সেখানে উঠে এসেছে তথ্যপ্রযুক্তি ও এই সংক্রান্ত পরিষেবা শিল্পে পুরুষদের তুলনায় মহিলাদের বেতনের ফারাক গড়ে ২৬%। স্বাস্থ্য ও পরিষেবার মতো যে সব ক্ষেত্রে মহিলা কর্মীদের আধিপত্য বেশি, সেখানেও মাসে তুলনায় কম বেতন পান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement