World Economic Forum

৮ কোটি ৩০ লক্ষ জন চাকরি হারাতে পারেন আগামী পাঁচ বছরে! বার্তা বিশ্ব অর্থনৈতিক ফোরামের

‘ফিউচার অফ জবস’ শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ। অন্য দিকে, ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরি তৈরি হতেম পারে।।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২০:৫০
Share:

বিশ্ব অর্থনৈতিক ফোরামের রিপোর্টে আশঙ্কার ইঙ্গিত চাকরির বাজারে। প্রতীকী ছবি।

অতিমারির সময় থেকেই শুরু হয়েছে অনিশ্চয়তা। আগামী অন্তত ৫ বছর ভারত-সহ বিশ্বে চাকরির বাজারে চলবে টালমাটাল পরিস্থিতি। নতুন চাকরির তুলনায় ছাঁটাই হবে বেশি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক রিপোর্টে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

‘ফিউচার অফ জবস’ শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ। অন্য দিকে, ওই সময়সীমার মধ্যে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। মোট ৮০৩টি কর্পোরেট সংস্থার মূল্যায়ন করে এই রিপোর্ট প্রকাশ করেছে ডব্লিউইএফ। বিশ্বজুড়ে চাকরির বাজারে আগামী ৫ বছরের অনিশ্চয়তার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, চাকরি হারানো এবং নতুন চাকরি পাওয়াদের সংখ্যা সামগ্রিক ভাবে পৌঁছতে পারে চাকরির বাজারের ২৩ শতাংশে।

ওই সময়সীমার মধ্যে বিশ্বে ১০.২ শতাংশ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। অন্য দিকে, ছাঁটাই হবে প্রায় ১২.৩ শতাংশ পদ। অন্য দিকে, আগামী ৫ বছরে ভারতে ছাঁটাই হওয়া এবং চাকরি পাওয়া ব্যক্তিদের মোট সংখ্যা হবে চাকরির বাজারের প্রায় ২২ শতাংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন