পাইকারি বাজার দর জানুয়ারিতে সর্বনিম্ন

বিশ্ব বাজারে তেলের দাম কমার প্রভাব পড়ল সার্বিক মূল্যবৃদ্ধির উপর। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার নামল গত সাড়ে পাঁচ বছরে সবচেয়ে নীচে। যার জেরে জানুয়ারিতে দাম বাড়ার বদলে তা সরাসরি কমেছে ০.৩৯% হারে। এর আগে সার্বিক মূল্যবৃদ্ধি ০.৪০% কমেছিল ২০০৯-এর জুনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১২
Share:

বিশ্ব বাজারে তেলের দাম কমার প্রভাব পড়ল সার্বিক মূল্যবৃদ্ধির উপর। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার নামল গত সাড়ে পাঁচ বছরে সবচেয়ে নীচে। যার জেরে জানুয়ারিতে দাম বাড়ার বদলে তা সরাসরি কমেছে ০.৩৯% হারে। এর আগে সার্বিক মূল্যবৃদ্ধি ০.৪০% কমেছিল ২০০৯-এর জুনে।

Advertisement

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয় দফায় দাম সরাসরি কমলো, যার অর্থ মূল্যবৃদ্ধি নামল শূন্যের নীচে। এর আগে নভেম্বরে পাইকারি দর কমেছিল ০.১৭% হারে (সংশোধিত হার), যদিও আগের হিসাবে মূল্যবৃদ্ধি ছিল ০%। আর ডিসেম্বরে মূল্যবৃদ্ধির হার দাঁড়ায় ০.১১ শতাংশে।

জানুয়ারিতে শুধু জ্বালানি ও সংশ্লিষ্ট ক্ষেত্রেই দাম সরাসরি কমেছে ১০.৬৯%। যদিও বাজারের আগুন পুরো নেবেনি। এই সময়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছ’মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে ছুঁয়েছে ৮%। কল-কারখানায় তৈরি পণ্যের দাম বেড়েছে ১.০৫%।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement