ব্রিকস ব্যাঙ্কের প্রথম কর্ণধার কে ভি কামাথ

ব্রিকস ব্যাঙ্কের প্রথম কর্ণধার হিসেবে কে ভি কামাথের নাম ঘোষণা করল কেন্দ্র। আই সি আই সি আই ব্যাঙ্ক-কে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে গড়ে তোলার জন্য যাঁর কৃতিত্বকে কুর্নিশ করে শিল্পমহল। সোমবার অর্থ সচিব রাজীব মেহরিশি বলেন, ‘‘গত বছর ব্রাজিলে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি (ভারত, ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা) যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ গড়ার কথা ঘোষণা করেছিল, কামাথই হবেন তার প্রথম প্রেসিডেন্ট। মেয়াদ হবে পাঁচ বছর। বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিলেই ওই পদে বহাল হবেন তিনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৪৮
Share:

ব্রিকস ব্যাঙ্কের প্রথম কর্ণধার হিসেবে কে ভি কামাথের নাম ঘোষণা করল কেন্দ্র। আই সি আই সি আই ব্যাঙ্ক-কে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে গড়ে তোলার জন্য যাঁর কৃতিত্বকে কুর্নিশ করে শিল্পমহল।

Advertisement

সোমবার অর্থ সচিব রাজীব মেহরিশি বলেন, ‘‘গত বছর ব্রাজিলে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি (ভারত, ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা) যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ গড়ার কথা ঘোষণা করেছিল, কামাথই হবেন তার প্রথম প্রেসিডেন্ট। মেয়াদ হবে পাঁচ বছর। বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিলেই ওই পদে বহাল হবেন তিনি।’’ মেহরিশি জানান, এই নিয়োগকে চ্যালেঞ্জ করতে পারবে না অন্য চার দেশ। কারণ, গোড়া থেকেই ঠিক ছিল যে, ব্যাঙ্কের সদর দফতর হবে সাংহাইয়ে। কিন্তু প্রথম বার তার কর্ণধার নির্বাচন করবে ভারতই। ভারতের মতো উন্নয়নশীল দেশে পরিকাঠামো গড়তে যে বিপুল লগ্নি প্রয়োজন, তারই একটা বড় অংশ ঋণ হিসেবে দেবে ওই ব্যাঙ্ক।

কামাথ আইসিআইসিআই ব্যাঙ্ককে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার পাশাপাশি কাজ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে। প্রশস্ত করেছেন ইনফোসিসে নেতৃত্ব বদলের পথও।

Advertisement

সফ্‌টব্যাঙ্কেও ভারতীয়

জাপানের সফ্‌টব্যাঙ্কের প্রেসিডেন্ট ও সিওও হলেন ভারতীয় বংশোদ্ভূত নিকেশ অরোরা। ভবিষ্যতে তিনি সিইও পদেরও দাবিদার বলে জানিয়েছে ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement